★সারমর্ম লিখুনঃ
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখেতি গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।
▣ সারমর্মঃ প্রচুর অর্থ ও সময় ব্যয় করে এবং যথেষ্ট কষ্ট করে মানুষ দূর-দূরান্তে সৌন্দর্য দেখতে ছুটে যায়। কিন্তু ঘরের কাছে অনির্বচনীয় সৌন্দর্যটুকু দেখা হয় না বলে সে দেখা পূর্ণতা পায় না।
বহুদিন ধরে বহু ক্রোশ দুরে...................একটি শিশির বিন্দু
বহুদিন ধরে বহু ক্রোশ দুরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয নাই চক্ষু মেলিয়া,
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।
সারমর্মঃ মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য অনেক সময় তার মূল্যবান সময় ও অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে বেড়ায়। অথচ তার চারপাশের অনির্বচনীয় সৌন্দর্যটুকু উপভোগ করতে তার অনীহা। আমাদের চারপাশে সৌন্দর্যের বিচিত্র সমারোহ থাকতে কষ্ট করে দূরে গিয়ে সময় ও অর্থ নষ্ট করা নিরর্থক।
সকল প্রকার গুরুত্বপূর্ণ সারাংশ ও সারমর্ম