লিড জেনারেশন আরিফ নোটস সিক্রেট কোর্স, ফ্রিল্যান্সার গাইড ফ্রি কোর্স, ফ্রিল্যান্সার, ফ্রি ফ্রিল্যান্সার কোর্স, ফ্রিল্যান্সের জন্য শিক্ষানবিস গাইড (সম্পূর্ণ কোর্স), ফ্রিল্যান্সার হন

লিড জেনারেশন আরিফ নোটস সিক্রেট কোর্স, ফ্রিল্যান্সার গাইড ফ্রি কোর্স, ফ্রিল্যান্সার, ফ্রি ফ্রিল্যান্সার কোর্স, ফ্রিল্যান্সের জন্য শিক্ষানবিস গাইড (সম্প
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
(ads2)

THE FREELANCER’S GUIDE TO GETTING CLIENTS

 

Course Module:

Introduction

Join Private FB Group

 

The Foundation:

  • Audience Research (Part 1)
  • Audience Research (Part 2)
  • Audience Research (Part 3)
  • Niche + Ideal Client Avatar
  • Survey Strategy
  • Example of Ideal Profiles 
  • Industry/Market Research
  • Ideal Client Avatar Profile
  • Competitor Research
  • Offer Creation

 

Before start Marketing

Getting Clients:

 

Client Acquisition Roadmap

 

Cold Email Domination (A-Z)

  • Why Cold Email?
  • Setting up the system
  • Email Warm-up
  • Email sending strategy
  • Finding your target audience
  • Writing your offer and Email Scripts
  • Personalized Cold Email Secret
  • Follow Up
  • Lead Generation
  • Setting up your first campaign
  • Campaign optimizations

Social Media Foundation:

  • Social Media Roadmap/Funnel
  • Social Media Marketing Strategy
  • The Social Outreach Process
  • Social Media Content Calendar
  • Cold Messaging Hacks

 

Social Media Channel:

 

  1. Linkedin
  2. Facebook
  3. Instagram

 

কোর্সটা কেন করবেন?

আমার এই কোর্সে আমি মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার প্রসেস একদম ডিটেইলে প্র‍্যাকটিকালি দেখিয়েছি যা এই কোর্সটাকে অন্যান্য অনলাইন কোর্সের থেকে করে তুলেছে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক!!

আমি এই কোর্সে আমার পারসোনাল এক্সপেরিয়েন্সের আলোকে এমন কিছু সিক্রেট স্ট্র‍্যাটেজি শেয়ার করেছি যা আপনাদের বিজনেস ডেভেলপের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে।

যেকোন সমস্যায় আমি আমার লার্নারদের নিজে সাপোর্ট প্রোভাইড করে থাকি। পাশাপাশি থাকছে বিভিন্ন রিসোর্স ফ্রিতে লুফে নেয়ার আকর্ষণীয় সুযোগ।

আমার কোর্সের অন্যান্য

  • ফিচারসগুলোও জেনে নিন!
  • প্রি-রেকর্ডেড ভিডিও লেসনস যেগুলো নিজের সুবিধামত সময়ে যখন ইচ্ছা দেখতে পারবেন।
  • কোর্সে এনরোল করার পর লাইফটাইম অ্যাকসেস।
  • সিক্রেট ফেসবুক গ্রুপ যেখানে নিজেদের প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবেন৷
  • ৩৫০+ এর বেশি সদস্যের কমিউনিটি।
  • মান্থলি লাইভ ক্লাস।
  • প্র‍্যাকটিকাল লার্নিং অপোরচুনি

কি? কনফিউজড হয়ে যাচ্ছেন যে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট কিনা? আমাদের এই কোর্সটা মূলত তিন ধরণের ফ্রিলান্সারদের টার্গেট করে তৈরি করা হয়েছে। যদি আপনি এই তিন ধরণের মধ্যে পড়ে থাকেন, তাহলে কোর্সটি আপনারই জন্য।

 

এই কোর্সে কি অল্প সময়ে অনেক টাকা ইনকামের প্রসেস দেখানো হয়েছে?

Download Now

একদমই নয়। সত্যি বলতে আমি মন থেকে বিশ্বাস করি, সাকসেসের কোন শর্টকাট হয় না। বরং লাইফে সাকসেসফুল হতে চাইলে প্রয়োজন হার্ডওয়ার্ক, প্যাশেন্স এবং প্যাশন। তাই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার গাইডলাইন ফলো করে নিজের বেস্টটা দিয়ে লেগে থাকতে পারেন, তাহলেই দেখবেন নিজের এক্সপেকটেড আউটপুট পেতে শুরু করবেন। আর আপনাদের এই জার্নিতে মেন্টর হিসেবে সবসময় আমার সাপোর্ট তো পাবেনই! আমি এই কোর্স লঞ্চ করার পর থেকে অনেকেই এটাতে এনরোল করে নিজেদের পজিটিভ ফিডব্যাক শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ!

এই কোর্সটা যারা একদমই বিগিনার এবং ফ্রিল্যান্সিং এ নতুন তাদের জন্য নট রিকমেন্ডেড। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের স্কিল আছে, পোর্টফোলিও বিল্ডআপ করা রয়েছে এবং মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি নিজের বিজনেস কে আরো কিভাবে ডেভলপ করা যায় সেটা নিয়ে ভাবছেন তাদের জন্য।

 

কোর্সটা শুধুমাত্র তাদের জন্যেই প্রযোজ্য, যারা তাদের স্কিল নিয়ে কমপক্ষে বেশ কিছুদিন যাবত মার্কেটপ্লেস/ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আসছেন। এখানে ক্লায়েন্টের মেসেজ বা মিটিংয়ের স্ক্রিনশট দেখেই হয়তো অনেকেই ভাবছেন আপনিও এই কোর্স করে নিলে হুট হাট ক্লায়েন্ট পেয়ে যাবেন, এই ধারণা সম্পূর্ন ভুল। আপনাকে অবশ্যই আগে থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করার ব্যাপারে যথেষ্ঠ অভিজ্ঞ হতে হবে।

 

আমার পার্সোনাল অপিনিয়ন হলো নতুন কেউ যদি এই কোর্স নিতে চান, তাহলে চিন্তা করে দেখুন আপনার সেই অভিজ্ঞতা আছে কি না। আপনি যতদিন কাজের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না, ততদিন ক্লায়েন্ট পেয়েও লাভ হবে না। কারণ আইডিয়াল ক্লায়েন্ট তখনই হয়, যখন আপনি ক্লায়েন্টকে আপনার স্কিলের সেরা আউটপুট দিবেন। ফ্রিতে শেখার জন্য আমার ব্লগ এবং আমাদের ফ্রি ফেসবুক গ্রুপটাকে ইউটিলাইজ করতে পারলে, আপনি অনেক কিছুই শিখতে পারবেন।

তবে কেউ যদি শেখার জন্য ইনভেস্ট করে, সেটা তার একান্তই পার্সোনাল ম্যাটার। কারণ লং রানে যদি কেউ ভালো করতে চায় তাহলে একসময় না একসময় এই ব্যাপারগুলা শিখতেই হবে, তাই নলেজ গেদার করে রাখলে পরে সেটা কাজে লাগবে।

অবশ্যই! আপনি এই কোর্সে একবার এনরোল করা মাত্রই লাইফটাইম অ্যাকসেস পেয়ে যাবেন৷ অর্থাৎ পরবর্তীতে কোর্সে যত আপডেট আসবে সেগুলো পেতে আর নতুন করে পে করতে হবেনা।

আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলবোনা যে কোর্স করার এতদিনের মধ্যেই ক্লায়েন্ট পেয়ে যাবেন। কারণ ক্লায়েন্ট পেতে হলে নিজের চেষ্টার কোন অলটারনেটিভ নেই। তবে এতটুকু জোর দিয়ে বলতে পারি, কোর্সে দেখানো স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো যদি ফলো করেন এবং এটার পেছনে এনাফ টাইম ও ইফোর্ট দেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট পেতে শুরু করবেন।

 

এর উত্তর হলো না, আমি কখনোই আমার লার্নারদেরকে ক্লায়েন্ট খুঁজে দেবোনা। কারণ যদি দেখানো প্রসেস অনুযায়ী কাজ করেন, তাহলে নিজেরাই নিজেদের বিজনেসের জন্য ক্লায়েন্ট খুঁজে পাবেন। আর যেকোনো সমস্যায় হেল্পের জন্য আমার কনস্ট্যান্ট সাপোর্ট তো থাকবেই!

 

না, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে একদম নিউবি হয়ে থাকেন, তাহলে এই কোর্স আপনার জন্য উপযুক্ত নয়। নিউবি হিসেবে আপনার উচিৎ শুরুতেই নিজের স্কিল ডেভেলপ করা এবং এক্সপেরিয়েন্স গেইন করা যেগুলো পরবর্তীতে নিজের বিজনেস ডেভেলপ করতে হেল্প করবে। চাইলে আমার ব্লগ পড়তে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন।

 

 

(ads2)

the freelancer's guide free course, freelancer,free freelancer course,the beginner's guide to freelance (full course)

 

কন্টেন্ট প্রিভিউ

মোট ক্লাস :54+ টি

Teacher : “Arif Notes”

ইমেলের মাধ্যমে পিডিএফ / Videos ফাইল পাঠানো হবে । **

টেরাবক্স থেকে যেভাবে ফাইল ডাউনলোড করবো

উত্তর: লিংক

Videos Help: Links1

Videos Help: Links2

 

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.