কেন আমি ‘All in One Digital Marketing' কোর্সটি তৈরি করেছি?
বর্তমান যুগ ডিজিটাল যুগ। যেকোনো কিছু অনলাইনে প্রচার এবং সেল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নাই। বর্তমান বিশ্বে প্রায় ৫ বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আর বাংলাদেশের প্রায় ৭ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে। সুতরাং বুঝতেই পারছেন আপনার বিজনেস অনলাইনে হোক কিংবা অফলাইনে, অথবা আপনি যদি মার্কেটিং এক্সপার্ট হিসাবে লোকালি কিংবা গ্লোবালি সার্ভিস দিতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নাই।
কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং শিখায় তাদের মাক্সিমামই সরাসরি কাজে যুক্ত না। তাদের নিজেদেরই নাই কোন সাকসেসফুল বিজনেস! কোর্স বিক্রি করাই থাকে তাদের একমাত্র উদ্দেশ্য। যেখানে ডিজিটাল মার্কেটিং এর সব কিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেখানে ৪,৫ বছর আগের পুরানো টেকনিক এখনো শিখানো হচ্ছে। আসলে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতার অভাবে So Called গুরুরা মুখস্ত কিছু জিনিসই বছরের পর বছর শিখিয়ে আসছে, আর স্টুডেন্টদেরকে অন্ধকার পথে ঠেলে দিচ্ছে
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হল অনলাইন থেকে ইনকাম করার অন্যতম জনপ্রিয় মাধ্যম। নিজের কোন বিজনেসকে সাকসেসফুল করতেও এই ডিজিটাল মার্কেটিং আমাদের জানা লাগবে। আর আপনি যদি লোকালি জব করতে চান তাহলেও এই কাজের আছে বর্তমানে প্রচুর চাকরির সুযোগ। তাই সবকিছু বিবেচনা করে আমি বাংলায় কমপ্লিট এই ডিজিটাল মার্কেটিং কোর্সে মার্কেটিং এর সব কিছু স্টেপ-বাই-স্টেপ কভার করেছি।
কোর্সে সাকসেসফুল বিজনেস আইডিয়া বা প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে, গ্রাফিক্স ডিজাইনের বেসিক, ওয়েবসাইট সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিশন এনালাইসিস, আর্টিকেল রাইটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ফেইসবুক মার্কেটিং (Free & Paid Re - Target Marketing), মেসেঞ্জার বট সেটআপ, YouTube ভিডিও মার্কেটিং, Google Ads-এর মাধ্যমে সব ধরনের আডভান্স Search Ads, Display and Video Ads, ইন্সটাগ্রাম মার্কেটিং, Quora, LinkedIn ছাড়াও পপুলার সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং Automation এর ব্যাপারে In-Depth শিখানো হয়েছে।
কি থাকছে এই ‘Complete Digital Marketing' কোর্সে?
* সঠিক রিসার্চের অভাবে অনেক বিজনেস ফেইল হয়, তাই প্রথমেই শিখব মার্কেট রিসার্চের সিস্টেম
*একটা ব্রান্ডকে অন্য কিভাবে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করার উপায়
* ফটোশপ এবং অনলাইন টুলের সাহায্যে গ্রাফিক্স ডিজাইনের বেসিক
* বিজনেসের জন্য পারফেক্ট ডোমেন নেইম খোঁজার পদ্ধতি
* Domain & Hosting কিনে ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস সেটআপ
* ওয়েবসাইটে ফ্রী SSL Certificate সেটআপ
* বিজনেস ইমেইল ক্রিয়েট এবং ব্যাবহারের করার পদ্ধতি
* ওয়েবসাইট সেটআপ করা (Page Create, Blog Post, Contact Menu Create etc)
* Gutenberg Editor দিয়ে ওয়েবসাটের যেকোনো পেইজ ডিজাইন করা
* হ্যাকার থেকে বাঁচার জন্য ওয়েবসাইটকে সিকিউর করা
* ওয়েবসাটের স্পিড অপটিমাইজ করা (To Make Site Load Faster)
* ব্রান্ড লিঙ্ক তৈরির সিস্টেম
* ইমেইল মার্কেটিং এর জন্য লংটার্ম প্ল্যানিং
* টার্গেট ভিজিটরদের থেকে ইমেইল কালেক্ট করার জন্য Opt-Ins and Pop Ups সেটআপ
* ফাটাফাটি ইমেইল সাবজেক্ট লাইন লিখার কিছু প্রুভেন রুলস (To Increase Email Open Rate)
* Drag & Drop এর মাধ্যমে অসাধারণ ইমেইল টেম্পলেট ডিজাইন করা শিখব
* ক্যাম্পেইন তৈরির পদ্ধতি এবং লিস্টের সবাইকে ১ ক্লিকে ইমেইল সেন্ড করে দেয়ার পদ্ধতি
* ব্রান্ড লিঙ্ক তৈরির সিস্টেম
* ইমেইল মার্কেটিং এর জন্য লংটার্ম প্ল্যানিং
* টার্গেট ভিজিটরদের থেকে ইমেইল কালেক্ট করার জন্য Opt-Ins and Pop Ups সেটআপ
* ফাটাফাটি ইমেইল সাবজেক্ট লাইন লিখার কিছু প্রুভেন রুলস (To Increase Email Open Rate)
* Drag & Drop এর মাধ্যমে অসাধারণ ইমেইল টেম্পলেট ডিজাইন করা শিখব
* ক্যাম্পেইন তৈরির পদ্ধতি এবং লিস্টের সবাইকে ১ ক্লিকে ইমেইল সেন্ড করে দেয়ার পদ্ধতি Copywriting এবং Blogging সম্পর্কে বিস্তারিত
* Eye Catchy Headlines লিখার ১০টি পাওয়ারফুল টিপস
* ফিচারকে বেনিফিটে রূপান্তর করার টেকনিক
* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) সম্পর্কে বিস্তারিত জানব
* On-Page SEO এর জন্য ওয়েবসাইটকে সঠিকভাবে কনফিগার করার নিয়ম
* ওয়েবসাটকে Google, Bing এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে সাবমিট করা শিখব
* গুগলে ওয়েবসাইট সহজেই রেঙ্কিং করার জন্য Keyword Research করবো
* জনপ্রিয় কিছু ফ্রী এবং পেইড টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা শিখব
আর্টিকেলের Grammatical Mistakes অ্যান্ড ফিক্স করা এবং Plagiarism Check করা শিখব
* SEO ফ্রেন্ডলি পদ্ধতিতে ব্লগ পোস্ট করা শিখব, যা ফলো করা খুবই ইম্পরট্যান্ট
* Niche Sites এবং Authority Sites কি এবং এদের মধ্যে পার্থক্য
* বেস্ট উপায়ে কন্টেন্ট রাইটিং এর ফর্মেট সম্পর্কে জানব
Download Now
র্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হল অনলাইন থেকে ইনকাম করার অন্যতম জনপ্রিয় মাধ্যম। নিজের কোন বিজনেসকে সাকসেসফুল করতেও এই ডিজিটাল মার্কেটিং আমাদের জানা লাগবে। আর আপনি যদি লোকালি জব করতে চান তাহলেও এই কাজের আছে বর্তমানে প্রচুর চাকরির সুযোগ। তাই সবকিছু বিবেচনা করে আমি বাংলায় কমপ্লিট এই ডিজিটাল মার্কেটিং কোর্সে মার্কেটিং এর সব কিছু স্টেপ-বাই-স্টেপ কভার করেছি। কোর্সে সাকসেসফুল বিজনেস আইডিয়া বা প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে, গ্রাফিক্স ডিজাইনের বেসিক, ওয়েবসাইট সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিশন এনালাইসিস, আর্টিকেল রাইটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ফেইসবুক মার্কেটিং (Free & Paid Re-Target Marketing), মেসেঞ্জার বট সেটআপ, YouTube ভিডিও মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, Quora, LinkedIn ছাড়াও পপুলার সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং Automation এর ব্যাপারে In-Depth শিখানো হয়েছে। শুধু তাই না, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম স্টার্ট করা যায়, কীভাবে কুপন বিজনেস শুরু করা যায়, এমনকি কীভাবে যেকোনো বিজনেসকে সঠিক মার্কেটিং এর মাধ্যমে সাকসেসফুল করা যায় সেইসব ব্যাপারে ডিটেল গাইডলাইন থাকবে এই কোর্সে। এছাড়া কোর্সের বিভিন্ন সেকশনে সিক্রেট অনেক টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করা হয়েছে। এমনকি আপনাদের কাজের সুবিধার জন্য ১৫০০ ডলার মূল্যের পেইড রিসোর্সও শেয়ার করা হয়েছে এই কোর্সের সাথে। যা ব্যাবহারের মাধ্যমে আপনি অন্য সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবেন শতগুণে!!!
All in One Digital Marketing Course (14 in One) with MSB Academy, best online learning platform in bangladesh
,digital marketing in bangla,bangla course,
marketing course in bangla,
digital marketing,amazon affiliate marketing with youtube,affiliate marketing,digital marketing live course,digital marketing course,digital marketing bangla course,social media marketing,amazon affiliate marketing,affiliate marketing with youtube,affiliate marketing full course,affiliate marketing course,এমএসবি একাডেমির সাথে অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং কোর্স (একের মধ্যে 14), বাংলাদেশের সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম
,বাংলায় ডিজিটাল মার্কেটিং,বাংলা কোর্স,
বাংলায় মার্কেটিং কোর্স,
ডিজিটাল মার্কেটিং, ইউটিউবের সাথে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউবের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স