ইংরেজী ও বাংলা অনুবাদ: আমাদের জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর একটি স্মরণীয় দিন। আমরা প্রতি বছর এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করি। এই দিনে আমরা জাতীয় স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করি ।
ইংরেজী ও বাংলা অনুবাদ: 16th December is a memorable day in our national life. We celebrate this day as a Victory Day in every year. We pay homage to the martyrs by placing wreaths at the National Memorial.