বিষয়: ‘অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, অনুচ্ছেদ অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং , অনুচ্ছেদ অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অনুচ্ছেদ, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অনুচ্ছেদ PDF Download
অন্তর্ভুক্তিমূলক সেবা ব্যাংকিং খাতের একটি সময়ােচিত ও উল্লেখযােগ্য পদক্ষেপ। তথ্যপ্রযুক্তির সমন্বয় এ ধরনের সেবা খাতে আমূল পরিবর্তন এনেছে। টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এ ক্ষেত্রগুলােকে বাংলাদেশের নীতিনির্ধারকরা যথেষ্ট গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছেন। এ কথা অস্বীকার করার উপায় নেই, এখন দেশের ব্যাংকিং খাতের ঋণ ও ব্যাংকিং সুবিধা মূলত ব্যবহার করছে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণী এবং বড় ও মাঝারি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলাে।
নিম্নবিত্ত সাধারণ জনগণ এবং ছােট শিল্প ব্যবসাপ্রতিষ্ঠানে এখন পর্যন্ত ব্যাংকের ঋণ ও অন্যান্য সুবিধা যথেষ্ট পরিমাণে পৌঁছানাে সম্ভব হয়নি। তবে গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক ও সরকারের প্রচেষ্টায় এবং কিছু ব্যাংকের বিশেষ দক্ষতায় সামগ্রিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষত সাম্প্রতিক বছরগুলােয় বাংলাদেশ ব্যাংক আর্থিক খাত সম্পর্কিত সব নীতিমালায় এ বিষয়গুলাে যথাযথভাবে প্রতিস্থাপন করেছে এবং বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ ও গ্রামীণ জনগােষ্ঠীকে ব্যাংকিং খাতের সেবার আওতায় আনার জন্য উল্লেখযােগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।
(ads1)
কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেশকিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশের পশ্চাৎপদ জনগণকে আর্থিক সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। ব্যাংকিং খাতের এসব কার্যক্রম ও পদক্ষেপ এরই মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, পরিবেশ সম্পর্কিত সচেতনতা ও গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেছে। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি লক্ষণীয় পরিবর্তন এনেছে ব্যাংকিং সেবায় তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার।
মনে করা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং সেবা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের বিকাশে বড় ধরনের পরিবর্তন আনবে। স্বল্প আয়ের মানুষের কাছে আর্থিক সেবা নিয়ে পৌঁছানাের মাধ্যম হিসেবে তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবাকে উৎসাহিত করা হচ্ছে। মােবাইল ফোনের ব্যাপক ব্যবহার মােবাইলভিত্তিক ব্যাংকিং সেবা ব্যবহারের ক্ষেত্রকে সহজসাধ্য করলেও বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এ ধরনের আর্থিক সেবাকে ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রয়ােজন আছে।
(ads2)
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মােবাইল বা ব্যাংকিং এজেন্ট বা ব্যাংকিং বুথের মাধ্যমে খুব সহজে নিম্ন আয়ের জনগােষ্ঠী এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছানাে সম্ভব। তবে এ ধরনের সার্বিক কর্মকাণ্ডকে আর্থিক সেবা নিয়ন্ত্রণকারী সংস্থার নজরদারিতে রাখার প্রয়ােজন আছে।
সাম্প্রতিক বছরগুলােয় বাংলাদেশ ব্যাংক আর্থিক খাত সম্পর্কিত সব নীতিমালায় এ বিষয়গুলাে যথাযথভাবে প্রতিস্থাপন করেছে এবং বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ ও গ্রামীণ জনগােষ্ঠীকে ব্যাংকিং খাতের সেবার আওতায় আনার জন্য উল্লেখযােগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপের
আরো ও সাজেশন:-
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
important অনুচ্ছেদ সমূহ for hsc and ssc | লিংক/Link |
---|---|
ছয় দফা | লিংক/Link |
স্বাধীনতা দিবস | লিংক/Link |
লাইব্রেরি | লিংক/Link |
গ্রন্থাগার | লিংক/Link |
সমুদ্র অর্থনীতি | লিংক/Link |
বঙ্গবন্ধু ও বাংলাদেশ | লিংক/Link |
ব্লু ইকোনমি | লিংক/Link |
সুনীল অর্থনীতি | লিংক/Link |
লোডশেডিং | লিংক/Link |
বিদ্যুৎ বিভ্রাট | লিংক/Link |
বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার স্বরূপ | লিংক/Link |
সাম্প্রদায়িক সম্প্রীতি | লিংক/Link |
দারিদ্র্য বিমােচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা | লিংক/Link |
রূপকল্প ২০৪১ | লিংক/Link |
অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং | লিংক/Link |