মাস্টার্স বাংলা প্রবন্ধ সাজেশন (PDF) উত্তরসহ ।। News Info BD
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা মাস্টার্স বাংলা প্রবন্ধ সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: বাংলা প্রবন্ধ, বিষয় কোড: ৩১১০০৯ ।
মাস্টার্স বাংলা প্রবন্ধ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “মন উচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়”- উক্তিটি কোন প্রবন্ধের?
উত্তর : “মন উচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়”- উক্তিটি সাহিত্যের খেলা প্রবন্ধের।
২. কোথায় আমাদের জাত মানুষ হবে?
উত্তর : লাইব্রেরির মধ্যে আমাদের জাত মানুষ হবে।
৩. ‘সৌরজগৎ’ প্রবন্ধ-এ কে নারী শিকার বিপক্ষে?
উত্তর : সৌরজগৎ’ প্রবন্ধ-এ জাফর নারী শিকার বিপক্ষে
৪. ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধটি ১৯০৫ সালে প্রকাশিত হয়
৫. ‘যুগবাণী’ গ্রন্থটির প্রবন্ধ সংখ্যা কত?
উত্তর : ‘যুগবাণী’ গ্রন্থটির প্রবন্ধ সংখ্যা- ২১টি।
৬. ‘নবযুগ’ প্রবন্ধটিতে কোন ফেরেস্তার নাম উল্লেখ আছে?
উত্তর : ‘নবযুগ’ প্রবন্ধটিতে ইসরাফিল ফেরেস্তার নাম উল্লেখ আছে।
৭. ‘জাগরণী’ প্রবন্ধটির মতে বাঙালির আসল প্রাণ কোথায়?
উত্তর : ‘জাগরণী’ প্রবন্ধটির মতে বাঙালির আসল প্রাণ- পল্লিতে।
৮. ভারতচন্দ্রের পরে অষ্টাদশ শতাব্দীর বড় কবি কে?
উত্তর : ভারতচন্দ্রের পরে অষ্টাদশ শতাব্দীর বড় কবি রামপ্রসাদ সেন।
৯. ‘সহমরণ বিষয়ক প্রভাব’ কার রচনা?
উত্তর : ‘সহমরণ বিষয়ক প্রভাব’ রামমোহন রায়ের রচনা ।
১০. কে আনন্দবাদী কবি?
উত্তর : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দবাদী কবি ।
১১. ‘ব্যক্তির স্বাধিনতা’ প্রবন্ধে “মানুষ শুধু খাদ্যের দ্বারা বাঁচবে না।”- উক্তিটি কার?
উত্তর : ‘ব্যক্তির স্বাধিনতা’ প্রবন্ধে “মানুষ শুধু খাদ্যের দ্বারা বাঁচবে না।”- উক্তিটি যিশুর।
১২. ‘শূন্যপুরাণ’- এর রচয়িতা কে?
উত্তর : ‘শূন্যপুরাণ’- এর রচয়িতা রামাই পন্ডিত।
১৩. সবুজপত্র পত্রিকার প্রচ্ছদে কি থাকে?
উত্তর : সবুজ রঙে আকা একটি তালপাতার ছবি থাকত।
১৪. সকল জ্ঞানের মূল কি?
উত্তর : সকল জ্ঞানের মূল ইন্দ্রিয়জ প্রত্যক্ষ জ্ঞান।
১৫. ‘আমাদের ভাষা সংকট’ প্রবন্ধে কাকে নবাবি আমলের কবি বলা হয়েছে?
উত্তর : ‘আমাদের ভাষা সংকট’ প্রবন্ধে ভারত চন্দ্রকে নবাবি আমলের কবি বলা হয়েছে ।
১৬. বেগম রোকেয়ার ‘মতিচুর’ (১ম খন্ড) প্রবন্ধ গ্রন্থটিতে প্রবন্ধের সংখ্যা কত?
উত্তর : বেগম রোকেয়ার ‘মতিচুর’ (১ম খন্ড) প্রবন্ধ গ্রন্থটিতে প্রবন্ধের সংখ্য- সাতটি।
১৭. বেগম রোকেয়ার ‘স্ত্রী জাতির অবনতি’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে?
উত্তর : বেগম রোকেয়ার ‘স্ত্রী জাতির অবনতি’ প্রবন্ধটি ‘নবনূর’ পত্রিকায় প্রকাশ পেয়েছে
১৮. ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধে ইউরোপীয় রমণীটি লেখিকাকে কোথায় নিয়ে গিয়েছিল?
উত্তর : ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধে ইউরোপীয় রমণীটি লেখিকাকে নারীস্থানে নিয়ে গিয়েছিল ।
১৯. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটিতে কবির কন্ঠে কে সাড়া দেন?
উত্তর : ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটিতে কবির কন্ঠে ভগবান সাড়া দেন ।
২০. “শ্যাম রাখি না কুল রাখি” প্রবন্ধটিতে কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : “শ্যাম রাখি না কুল রাখি” প্রবন্ধটিতে যুগবাণী গ্রন্থের অন্তর্গত।
২১. ‘মোহররম’ প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর : ‘মাহররম’ প্রবন্ধটি প্রথম ‘ধূমকেতু’ পত্রিকায় (১৩২৯ বঙ্গাব্দ) প্রকাশিত হয় ।
২২. ‘মুসলিম সাহিত্য সমাজ’ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘মুসলিম সাহিত্য সমাজ’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
২৩. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন?
উত্তর : ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
২৪. “জ্ঞানই মুক্তির শ্রেষ্ঠ উপায়”- কার উক্তি?
উত্তর : “জ্ঞানই মুক্তির শ্রেষ্ঠ উপায়”- রাজা রামমোহন রায়ের উক্তি।
২৫. বাঙালি জাতিকে একটি নতুন কিছু করার পরামর্শ কে দিয়েছেন?
উত্তর : বাঙালি জাতিকে একটি নতুন কিছু করার পরামর্শ দিয়েছে প্রমথ চৌধুরী।
২৬. লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা হয়েছে কোন প্রবন্ধে?
উত্তর : লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা হয়েছে বই পড়া প্রবন্ধে ।
২৭. ‘কন্ঠহারকে’ বেগম রোকেয়া কোন দৃষ্টিতে দেখেছেন?
উত্তর : ‘কন্ঠহারকে’ বেগম রোকেয়া শৃঙ্খলের দৃষ্টিতে দেখেছেন
২৮. ‘অবরোধবাসিনী গ্রন্থের শুরুতে কোন বাজিকরের নাম আছে?
উত্তর : ‘অবরোধবাসিনী গ্রন্থের শুরুতে ভানুমতি বাজিকরের নাম আছে।
২৯. ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?
উত্তর : ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন ।
৩০. ইকবাল দর্শন অধ্যয়ন করেন কোথায়?
উত্তর : ইকবাল দর্শন অধ্যয়ন করেন ক্যাম্ব্রিজ বিশ^বিদ্যালয়ে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. “সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত”- উক্তিটি বিশ্লেষণ কর।
২. শিক্ষা ও সাহিত্যের মধ্যে পার্থক্য কি কি?
৩. নারীদের ‘মানসিক দাসত্ব’ বলতে বেগম রোকেয়া সাখাওয়াত কি বোঝাতে চেয়েছেন?
৪. “স্ত্রী-শিক্ষার অভাব নারীসমাজের অধঃপতনের একটি মূখ্য কারণ”- উক্তিটির যর্থাথতা বিচার কর।
৫. ‘বিষবাণী’ প্রবন্ধে প্রাবন্ধিক তরুনদেরকে আহ্বান জানিয়েছেন কেন?
৬. “রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র।”- রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ অবলম্বনে উক্তিটির মর্মার্থ লিখ।
৭. ‘সংস্কৃতির কথা, প্রবন্ধে প্রাবন্ধিক ‘কর্মর্বত্তি’ বলতে কি বুঝিয়েছেন?
৮. ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন’ ও মনের যৌবন’ এর পার্থক্য নির্দেশ কর।
৯. সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য বেগম রোকেয়ার পরামর্শ কী?
১০. বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ গ্রন্থের এক নং কাহিনীটি সংক্ষেপে লিখ।
১১. ‘রাজবন্দীর জবানবন্দীতে নিজের পক্ষে নজরুলের প্রধান যুক্তি কি ছিল?
১২. ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধটির মতে ‘সাহিত্যে সর্বজনীনতা’ কি?
১৩. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের আলোকে লুই ভিভিয়ান ডিরোজিওর পরিচয় বর্ণনা কর।
১৪. ‘ভোগের ন্যায় ত্যাগও যৌবনেরই ধর্ম’- ব্যাখ্যা কর।
১৫. ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে”- কিভাবে? ব্যাখ্যা কর।
১৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অবলম্বলে নারীর পশ্চাৎপদতার কারণসমূহ লেখ।
১৭. ‘রাজবন্দীর প্রবন্ধে অবলম্বনে বিচারকের স্বরূপ বিশ্লেষণ কর।
১৮. “ভারত আধ্যাত্মিক, ইউরোপ জড়বাদী ”- বিশ্লেষণ কর।
১৯. বাংলার জাগরণে রামকৃষ্ণ পরমহংসের ভূমিকা ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রমথ চৌধুরীর গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ‘সবুজপত্রের মুখপত্র’ প্রবন্ধের মূল বিষয় আলোচনা কর।
৩. “নারীমুক্তি ছিল রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের ব্রত” – উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘জ্ঞানফল’ প্রবন্ধের মূল বক্তব্য লিখ।
৫. ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম হিন্দু-মুসলমানের সমস্যার যে স্বরূপ তুলে ধরেছেন তা আলোচনা কর।
৬. ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ অনুসারে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার স্বরুপ বিশ্লেষণ কর।
৭. কাজী আবদুল ওদুদের ভাষা-শৈলীর পরিচয় দও।
৮. কাজী আবদুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘ইকবাল’ প্রবন্ধের আলোকে আমিত্ব তত্ত্বের স্বরূপ বিশ্লেষণ কর।
৯. প্রমথ চৌধুরীর প্রবন্ধের বিষয়বস্তু ও ভাষারীতির অভিনবত্বের পরিচয় দাও।
১০. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে কাজী আব্দুল ওদুদের যে প্রগতিশীল চেতনা ফুটে উঠেছে তা আলোচনা কর।
১১. কাজী আবদুল ওদুদের ‘কালীদাস ও রবীন্দনাথ’ প্রবন্ধ অবলম্বনে এ দু’কবির তুলনামূলক আলোচনা কর।
১২. প্রমথ চৌধুরির প্রবন্ধের আলোকে তার সাহিত্যাদর্শের স্বরূপ ব্যাখ্যা কর।
১৩. ‘বই পড়া প্রবন্ধ অবলম্বনে বইপড়া সম্পর্কে লেখকের অভিমত পর্যালোচনা কর।
১৪. ‘সুগৃহিনী’ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন কর।
১৫. ‘মসজিদ ও মন্দির ’ এবং ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধের আলোকে লেখকের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও।
১৬. মুক্তবুদ্ধির প্রবর্তক হিসাবে কাজী আব্দুল ওদুদের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. কাজী আব্দুল ওদুদের দৃষ্টিতে বাংলার মুসলমানদের পরিচয় ও বৈশিষ্ট্য লেখ।
#মাস্টার্স বাংলা প্রবন্ধ সাজেশন (PDF) উত্তরসহ ।। News Info BD মাস্টার্স বাংলা প্রবন্ধ সাজেশন (PDF) উত্তরসহ ।। News Info BD