MCQ – ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৯ম অধ্যায় (PDF) ।। News Info BD
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৯ম অধ্যায় mcq : করিম ৮ম শ্রেণী পাস করে আর লেখাপড়া করতে পারেনি। কী করবে যখন ভাবছিল তখন তার এক বড় ভাই তাকে জানাল যে, যুবক ও যুব মহিলাদের সরকার নানান বিষয়ে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে বিভিন্ন কাজ শিখে নিজের পায়ে দাঁড়ানো যায়। সে হাঁস-মুরগী পালনের ওপর প্রশিক্ষণ নিলো এবং বাড়ির পাশের ছোট জায়গায় খামার গড়ার কথা ভাবলো।
কিন্তু টাকার প্রয়োজন। আত্মকর্মসংস্থান ব্যাংক ঋণ দিল। ফার্ম গড়ার পর মুরগীর নিয়মিত টীকা দেয়ার জন্য সে স্থানীয় একটা এনজিওএর সাথে যোগাযোগ করে তারও ব্যবস্থা করলো। এখন জনাব করিমের ফার্ম ভালই চলছে। এক্ষেত্রে যুব অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠান সবাই তার ব্যবসায় সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠন। যাদের সহযোগিতা ব্যতিরেকে করিমের পক্ষে এই ফার্ম গড়ে তোলা সম্ভব ছিল না।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৯ম অধ্যায় mcq
১. কামাল এইচএসসি পাস করার পর ব্যবসায় করার পরিকল্পনা করছে। উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তার প্রথমত কোন ধরনের সহায়তা প্রয়োজন?
ক. উন্নয়নমূলক
খ. সংরক্ষণমূলক
গ. সমর্থনমূলক
● উদ্দীপনামূলক
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে গঠিত একটি সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এতে সদস্যভুক্ত বিভিন্ন দেশ বাণিজ্যিক বৈষম্য হ্রাস করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
২. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির নাম কী?
ক. EU
খ. WTO
গ. GATT
● SAPTA
৩. উদ্দীপকের সংস্থার কারণে–
i. সদস্য দেশগুলোর ট্যারিক বাধা দূর হয়
ii. সদস্য দেশগুলো শুল্ক সুবিধা পায়
iii. আন্তর্জাতিক অন্যান্য সংস্থা হতে সহায়তা লাভ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. BGMEA কত সালে প্রতিষ্ঠিত?
ক. ১৯৭২
● ১৯৭৭
গ. ১৯৮৩
ঘ. ১৯৮৭
৫. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
● জেনেভা
খ. ভিয়েনা
গ. লন্ডন
ঘ. ওয়াশিংটন
নিচের উদ্দীপকটি পড়ে ৬নং প্রশ্নের উত্তর দাও :
বিভিন্ন কার্প জাতীয় মাছের রেণু পোনার মূল্য ও মাছের খাবার মূল্য স্বল্প হওয়ায় মি. কাদের বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। এতোমধ্যে ব্যবসায় বড় হচ্ছে। বেশিরভাগ সময় বাকিতে মাছ বিক্রয় করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন।
৬. জনাব কাদেরের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন?
ক. উন্নয়নমূলক
খ. উদ্দীপনামূলক
● সমর্থনমূলক
ঘ. সংরক্ষণমূলক
৭. নিচের কোন সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে ‘হস্তশিল্পজাত পণ্য মেলার আয়োজন করে?
● EPB
খ. BRAC
গ. BGMEA
ঘ. SME FOUNDATION
৮. নিচের কোনটি সমর্থনমূলক সহায়ক সেবার মধ্যে পড়ে?
ক. প্রশিক্ষণ
খ. উদ্যোগ গ্রহণ
● ভর্তুকি প্রদান
ঘ. আধুনিকায়ন
৯. BGMEA-এর পূর্ণরূপ কী?
● Bangladesh Garment Manufacturers and Exporters Association
খ. Bangladesh Garment Manufacturing and Exporting Association
গ. Bangladesh Garment Manufacturing and Exporting Assembly
ঘ. Bangladesh Garment Manufacturers and Exporters Assembly
১০. সফল এবং সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট কোনটি?
● EU
খ. BIMSTEC
গ. ASEAN
ঘ. G-8
১১. SAPTA এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
● আফগানিস্তান
খ. ভুটান
গ. নেপাল
ঘ. মালদ্বীপ
১২. বাংলাদেশ যেসকল আন্তর্জাতিক সংস্থার সদস্য তা হলো—
i. ASEAN
ii. SAARC
iii. BIMSTEC
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৩. ‘ব্র্যাক’ এর প্রতিষ্ঠাতা কে?
ক. ড. মুহাম্মদ ইউনূস
খ. ড. আখতার হামিদ খান
গ. ড. হোসনে আরা বেগম
● স্যার ফজলে হাসান আবেদ
১৪. পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোন সংস্থাটি?
ক. SAPTA
খ. ASEAN
● WTO
ঘ. BIMSTEC
১৫. উদ্দীপনামূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো–
i. যুব অধিদপ্তর
ii. মহিলা অধিদপ্তর
iii. বাণিজ্যিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত?
ক. যুব অধিদপ্তর
● বাণিজ্যিক ব্যাংক
গ. বাংলাদেশ তাঁত বোর্ড
ঘ. প্রাণিসম্পদ অধিদপ্তর
১৭. সফল নারী উদ্যোক্তা ড. হোসনে আরা বেগম নিচের কোন NGO এর প্রতিষ্ঠাতা?
● TMSS
খ. ASA
গ. BRAC
ঘ. PROSHIKA
১৮. নিচের কোন প্রতিষ্ঠানটি নারী উদ্যোক্তাদেরকে জামানতবিহীন ঋণ
প্রদান করে?
● বিসিক
খ. মহিলা অধিদপ্তর
গ. যুব অধিদপ্তর
ঘ. বিআরডিবি
১৯. উদ্যোক্তাকে উৎসাহ ও তথ্য প্রদান কোন ধরনের সেবা?
ক. সংরক্ষণমূলক
খ. সমর্থনমূলক
গ. উন্নয়নমূলক
● উদ্দীপনামূলক
২০. বাংলাদেশের ব্যবসায়ে সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. BSTI
● BSCIC
গ. NBR
ঘ. FBCCI
২১. অবাধ বাণিজ্য কোন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. মিশ্র অর্থনীতি
● পুঁজিবাদী
গ. সমাজতান্ত্রিক
ঘ. সাম্রাজ্যবাদী
২২. বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে?
ক. উদ্দীপনামূলক
● সমর্থনমূলক
গ. সংরক্ষণমূলক
ঘ. আর্থিক
২৩. NGO-এর পূর্ণরূপ কোনটি?
ক. National Government Office
খ. Non-Government Office
গ. National Government Organization
● Non-Government Organization
২৪. ASEAN-এর বর্তমান সদস্যসংখ্যা কত?
ক. ৭
● ১০
গ. ২৩
ঘ. ২৭
২৫. WTO-এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
ক. মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
খ. যুক্তরাজ্যের লণ্ডনে
গ. জাপানের টোকিওতে
● সুইজারল্যান্ডের জেনেভায়
২৬. বিসিকের প্রধান কাজ কোনটি?
● বিনিয়োগ পরামর্শ দান
খ. ঋণ দান
গ. পরিবহন সুবিধা প্রদান
ঘ. কর অবকাশে সহায়তা দান
২৭. ইউরোপীয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি?
● ২৮
খ. ৩০
গ. ৩২
ঘ. ৩৫
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শিহান তার এলাকায় পোল্ট্রি, ডেইরি ইত্যাদি ফার্ম গড়ে উঠায় গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন ব্যবসায় গড়ে তোলেন। ইতোমধ্যে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি ব্যবসায় আরো সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেন। বাকিতে পণ্য সরবরাহ করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন।
২৮. জনাব শিহানের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন?
ক. সংরক্ষণমূলক
● সমর্থনমূলক
গ. উদ্দীপনামূলক
ঘ. উন্নয়নমূলক
২৯. জনাব শিহানের জন্য এক্ষেত্রে অর্থসংস্থানের কোন উৎস সর্বোত্তম হতে পারে?
ক. বিনিয়োগ বোর্ড
খ. বি. এস. সি. আই. সি.
গ. শিল্প ব্যাংক
● বাণিজ্যিক ব্যাংক
৩০. ব্যবসায়ে সংরক্ষণমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো–
i. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
ii. জাতীয় রাজস্ব বোর্ড
iii. বি, এস, টি, আই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩১. SME-এর পূর্ণরূপ কী?
ক. Single and Medium Enterprise
● Small and Medium Enterprise
গ. Semi Medium Enterprise
খ. Social Modern Enterprise
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
মি. তারেক একটি গার্মেন্টস কারখানা করেছেন। তিনি একটি ব্যবসায়ী সমিতির সদস্য। তাই তাকে সমিতির বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলতে হয়। এতে বিভিন্ন বিষয়ে তিনি সমিতির সহায়তা লাভ করেন।
৩২. মি. তারেকের সমিতির নাম কী?
ক. T.C.B
খ. BJMEA
● BGMEA
ঘ. BTMEA
৩৩. তিনি সমিতি হতে কোন ধরনের সহায়তা পেতে পারেন?
i. শ্রমিকদের সাথে বিরোধ নিষ্পত্তি
ii. কারখানায় দুর্ঘটনা হতে উত্তরণ
iii. বিদেশি ক্রেতাদের সাথে বিরোধ নিষ্পত্তি লাভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৪. রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. শিক্ষা
খ. অর্থ
● বাণিজ্য
ঘ. শিল্প
৩৫. SAPTA-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. নেপাল
● আফগানিস্তান
৩৬. রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. শিল্প
● বাণিজ্য
ঘ. পররাষ্ট্র
৩৭. ISO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
● সুইজারল্যান্ড
খ. নিউজিল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি
৩৮. এস, এম, ই ঋণপ্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়?
ক. নতুন উদ্যোক্তাদের
খ. ক্ষুদ্র উদ্যোক্তাদের
● নারী উদ্যোক্তাদের
ঘ. কুটির শিল্পের উদ্যোক্তাদের
৩৯. কতকগুলো দেশ নিয়ে সাপটা চুক্তি সম্পাদিত হয়?
● ৭টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৪০. কোনটি উদ্দীপনামূলক সহায়ক সেবা?
ক. শিল্প স্থাপন
খ. সম্পদ ব্যবহার
গ. গুদামজাতকরণ
● প্রশিক্ষণ
৪১. বাংলাদেশে ব্যবসায়ে সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটি?
● BSCIC
খ. NBR
গ. BSTI
ঘ. BCCI
৪২. SAPTA-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
● ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
৪৩. বাংলাদেশ নারী উদ্যোক্তাদের কোন ধরনের সুবিধা দিয়ে থাকে?
● প্রশিক্ষণ সুবিধা
খ. পরিবহন সুবিধা
গ. ভর্তুকি সুবিধা
ঘ. বাজার সুবিধা
৪৪. SME ফাউন্ডেশন কী?
ক. প্রকল্প
খ. এনজিও
গ. মুনাফাভোগী প্রতিষ্ঠান
● অমুনাফাভোগী প্রতিষ্ঠান
৪৫. ক্ষুদ্র ব্যবসায় সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠানটি সহায়তা করে?
● বিসিক
খ. বিমসটেক
গ. বিসিআইসি
ঘ. বিআইএম
৪৬. কোনটি সংরক্ষণমূলক সহায়ক সেবা?
● পণ্যমান নিয়ন্ত্রণ
খ. কর অবকাশ
গ. তথ্য সরবরাহ
ঘ. আমদানি সহায়তা
৪৭. বিমসটেক কোন ধরনের সংগঠন?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
● অর্থনৈতিক
ঘ. ব্যবসায়িক
৪৮. সাপটা (SAPTA) চুক্তির সদস্য সংখ্যা কত?
ক. ৬
● ৭
গ. ৮
ঘ. ৮
৪৯. WTO-এর সদর দপ্তর কোথায়?
● জেনেভা
খ. জেদ্দা
গ. নিউইয়র্ক
ঘ. প্যারিস
৫০. ক্ষুদ্রঋণ কর্মসূচির বিষয়ে বাংলাদেশে সফল এনজিও কোনটি?
ক. আশা
● ব্র্যাক
গ. টি.এম.এস.এস.
ঘ. প্রশিকা