‛টলিউডের নোরা ফাতেহি’! অভিনেত্রী সৃজলার (Srijala Guha) ভাইরাল ভিডিওতে এমনই মন্তব্য এক নেটিজেনের। চলতি মাসেই শেষ হয়েছে ধারাবাহিক ‛মন ফাগুন’ (Mon Fagun)। আর সেখানেই পিহুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। পর্দায় বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকটি। নির্মাতাদের আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে তৈরি এই ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে ছিল অক্সিজেনের মতো।
বিশেষ করে পিহু ও ঋষিরাজের (Pihu-Rishiraj) প্রেমকাহিনী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকেরা। কিন্তু তাতে কি? বছর খানেকের মধ্যেই স্টার জলসা পর্দা থেকে বিদায় নিতে হল এই ধারাবাহিককে। তবে, সিরিয়াল শেষ হলেও কিন্তু গল্পের নায়িকা পিহু ওরফে সৃজলার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। বর্তমানে তাকে নিয়েই মেতে আছে সকলে। বিশেষত তার উষ্ণ ভিডিওতে কত পুরুষের যে রাতের ঘুম উড়েছে তার কোনো ইয়াত্তা নেই।
সম্প্রতি সৃজলার একটি ফটোশুটের ভিডিও (Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যা দেখে চোখ ছানাবড়া সকলেরই। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কোনো এক রেস্তোরাঁর মেঝেতে হট লুকে পোজ দিচ্ছেন অভিনেত্রী। আর তারই সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফার তা লেন্সবন্দী করছেন। অভিনেত্রীর পরনে রয়েছে চকলেট কালারের ফুলহাতা টপ ও ব্ল্যাক শিমার হটপ্যান্ট। নুড মেকআপ ও খোলা চুলে সৃজলা যেন একেবারে হটবম্ব।
টপের কালারের সঙ্গে ম্যাচিং করে পায়ে রয়েছে হাই হিল। টপ থেকে উঁকি দিচ্ছে ক্লিভেজ। একেরপর এক কমেন্টের বন্যায় ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ লিখেছেন ‛টলিউডের নোরা ফাতেহি’। আবার কেউ লিখেছেন ‛তাই ভাবছি আজ এতো গরম কেন’। আবার কেউ কেউ লিখেছেন ‛হট’। পাশাপাশি বহু মানুষ লাভ ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সম্প্রতি সৃজলার এই হট ভিডিওতে কাঁপছে গোটা নেটপাড়া।