মার্কেটে এখন ওয়েব সিরিজের রাজত্ব। মানুষ সিনেমা এবং ধারাবাহিকের থেকেও বেশি আপন করে নিচ্ছে এই সমস্ত ওয়েব সিরিজ গুলিকে। কারণ এইসব ওয়েব সিরিজগুলিতে উত্তেজনাপূর্ণ অ্যাডাল্ট দৃশ্যগুলি নিমেষের মধ্যে মানুষের শরীরে একেবারে ঘাম ছুটিয়ে দিচ্ছে। বিশেষত ভারতীয় সিনেমায় এই ধরনের দৃশ্য খুব কমই দেখা যায়। তাই মানুষ এখন বেশি ভিড় জমাচ্ছে অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি দেখার উপর। আর এই ওয়েব সিরিজ গুলি প্রকাশ্যে আসার জন্যে একাধিক ওটিটি প্লাটফর্ম মার্কেটে আধিপত্য বিস্তার করছে। আর এই দিয়ে দিন দিন খ্যাতিও অর্জন করছে ওইসব ওটিটি প্ল্যাটফর্মগুলি। সঙ্গে তাঁদের সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে এবং রোজগারও। এবার মার্কেটে এসেছে নতুন ওয়েব সিরিজ।
রীতিমতো বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় তৈরি এইসব ওয়েব সিরিজগুলি টেক্কা দিচ্ছে একাধিক বড় বাজেটের সিনেমাকেও। আর করোনা পরবর্তীকালীনই ডিজিটাল এই ওয়েব সিরিজগুলির ওপর মানুষের নজর পড়ছে। সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় রাজ করছে সবচেয়ে সাহসী একটি ওয়েব সিরিজ। যার নাম ‘ঝোল’
(Jhol)। যারা এই বোল্ড ওয়েব সিরিজগুলি দেখেন, তাঁরা অবশ্যই অভিনেত্রী আয়েশা কাপুরকে (Ayesha Kapoor) চিনে থাকবেন।
যিনি ‘সিল ২’ (Seal 2) ও ‘সিয়াপ্পা’ (Siyapa) ওয়েব সিরিজে ব্যপক বোল্ড চরিত্রে অভিনয় করে নেটিজেনদের ঘুম উড়িয়েছিলেন। তবে ‘ঝোল’ ওয়েব সিরিজে সবকিছুকে ঊর্দ্ধে ফেলে দিয়েছে আয়েশার বোল্ড অভিনয়। এই সিরিজের গল্প অনুযায়ী, একজন স্ত্রী অন্য একজনকে ভালোবাসেন এবং স্ত্রীয়ের সুখের জন্য স্বামী স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেবেন। আর সেখানেই বেশকিছু সাহসী দৃশ্য রয়েছে।
আয়েশা কাপুর থাকা মানেই বোল্ড সিন থাকবে না সে কি হয়! তিনি বরাবরই যৌনদৃশ্যে উদ্দাম অভিনয় করেন। তাইতো তাঁর জনপ্রিয়তা আজ তুঙ্গে। নতুন প্রকাশিত “ঝোল” ওয়েব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তিনি। তাই এই ওয়েব সিরিজটি ভুলেও পরিবারের সামনে দেখবেন না।