একজন ভালো শিক্ষক যে–কোনো দেশেই অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে।ভালো শিক্ষক পাঠককে আকর্ষণীয় করে তোলেন।তিনি ছাত্র-ছাত্রীদের সজাগ রাখেন।তিনি তাদের আত্মবিশ্বাসী এবং চালাক চতুর করে তোলেন।প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে । ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যে নিহিত সম্পদকে আবিষ্কার করেন ।
A good teacher is one of the most important people in any country.Bangaldesh needs good teachers.A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake.He also makes them confident and proves them clever.Everybody has something valuable in him.A good teacher discovers then treasure hidden inside each student.