‘আদলা বদলি’, ‘পেয়াসি পুষ্পা’র মতো পরপর বেশ কিছু সিরিজের পরে ডিজিমুভিপ্লেক্স আবারো নতুন সিরিজের ঘোষণা করে দিলো। এবার আবারো একবার সামনে আসলো বিখ্যাত ‘বাবুজি ঘর পার হেয় পার্ট ২’ (Babuji Ghar Par Hain Part 2) সিরিজের ট্রেলার। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের।
কারণ যেমন উষ্ণতা দায়ক সিন্ ঠিক প্রথম পর্বে দেখা গিয়েছিলো ঠিক তেমনই জবরদস্ত নায়িকাদের যৌবন আগুন। দুয়ে মিলে জমজমাট এই নতুন সিরিজ।
নায়িকা হিসাবে আপনারা দেখতে পাবেন ঋধিমা তিওয়ারি ও রুকস খানদাগালে -কে। দুজনেই অ্যাডাল্ট সিরিজের ব্যাপক জনপ্রিয় মুখ। যে কারণেই এই নায়িকাদের দেখে দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করবে তা বলার অপেক্ষা রাখে না।
সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? নতুন সিরিজে সম্পূর্ণ নতুনত্ব গল্পের সম্ভার নিয়ে হাজির হচ্ছে নির্মাতারা।
গল্পে এক বিবাহিতা মহিলা তার স্বামী ও অন্ধ শ্বশুরকে দেখানো হয়েছে। যেখানে তার শশুর কাজের মহিলার সাথে ইন্টিমেসি করে থাকে। তবে বাড়ির বৌ তা দেখে ফেলে। সে কাজের মহিলাকে বলে তার স্বামীর সাথেও ঠিক একই কাজ করতে হবে। সে তার স্বামীর সাথেও শারীরিক সম্পর্ক লিপ্ত হন। কিন্তু অন্যদিকে বৌমা তার শশুরের কাছাকাছি চলে আসে। কোনদিকে মোর নেবে এই সম্পর্ক গুলি। তা যদিও আপনারা জানতে পারবেন বাবুজি ঘর পার হেয় পার্ট ২ ওয়েব সিরিজের মাধ্যমে।
আগামী ২রা সেপ্টেম্বর ডিজিমুভিপ্লেক্স অ্যাপের মাধ্যমে রিলিজ করবে এই সিরিজ। তবে তার আগে অতি অবশ্যই দুটি এপিসোডের এই সিরিজ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। হিন্দি ভাষায় রিলিজ করবে এই সিরিজ। ঋদ্ধিমা ও রুকসের সাথেই এই সিরিজে অভিনয় করবেন দীপক দত্ত শর্মা। তাহলে আর দেরি করবেন না সাবস্ক্রিপশন নিয়ে তৈরী থাকুন।