শেষ অঙ্ক টি হবে ৩. কিন্তু কেন হবে?
১) ক্যালকুলেটর ব্যবহার করুন।
২) ৭^ ১= ৭
৭^ ২ = ৪৯
৭^৩= ৩৪৩
৭^৪= ২৪০১
৭^৫= ১৬৮০৭
৭^৬= ১১৭৬৪৯
৭^৭= ৮৪৩৫৪৩
৭^৮= ৫৭৬৪৮০১
৭^৯= ৪০৩৫৩৬০৭
এখন খেয়াল করে দেখুন, পাওয়ার ১,৫,৯ এ একক স্থানীয় অঙ্ক ৭,
পাওয়ার ২,৬ এ সেটি ৯,
পাওয়ের ৩,৭ এ সেটি ৩,
পাওয়ার ৪,৮ এ সেটি ১।
তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি পাওয়ারে যে সংখ্যাটি আসছে সেটা ১-৪ পর্যন্ত যে একক স্থানীয় অঙ্ক আসছে সেটিকে পর্যায়ক্রমে রিপিট করছে।
১৯৭১ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩।অর্থাৎ পাওয়ার ৩ এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি হবে ৩।