মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী, সাত দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল , কিন্তু তার দুই দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না, যদি ঘড়ির দাম 18 % তোমার পর 4100 টাকা হয়ে থাকে ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা--
১৮% কমে যাওয়ায়- ঘড়ি'র দাম যদি হয় ৪১০০ টাকা ।
তাহলে, ঘড়ি'র মূল দাম দাঁড়ায়- যদি ৮২% = ৪১০০ । ১০০% = ৪১০০ × ১০০ ÷ ৮২ = ৫০০০ টাকা ।
২৫% বেড়ে যাওয়ায়- অর্থাৎ ৪১০০ টাকা'র ২৫% বেড়ে যাওয়ায়- বর্তমান দাম দাঁড়ায়- ৪১০০ টাকা + ১০২৫ টাকা(৪১০০ টাকা'র ২৫%) = ৫১২৫ টাকা ।
সুতরাং- ঘড়ি'র মূল দাম ও বর্তমান দামে'র পার্থক্য দাঁড়ায়- ১২৫ টাকা । অর্থাৎ- ৫১২৫ টাকা(বর্তমান দাম) হতে ৫০০০ টাকা(মূল দাম) বিয়োগ ।
অতএব- উত্তর হলো- ১২৫ টাকা ।।