অভিনেত্রী আভা পল (Abha Paul) পুরুষদের রাতের ঘুম কেড়ে নেয় তার অভিনয়ের মধ্যে দিয়ে। প্রচুর ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ৩২ বছর বয়সী আভার ফ্যান ফলোইং মিলিয়নে গোনা হয়। তার চোখের চাহনিতে যে পুরুষেরা কাবু তা ভালোই জানেন নায়িকা নিজে। ২০১৩ সালে তাকে প্রথম ‘Kamasutra 3D’ সিনেমায় দেখা গিয়েছিলো অভিনয় করতে। তবে সেসব ছাপিয়ে তার ওয়েব সিরিজ গুলি সব থেকে বেশি হিট হয়েছে। আজ তেমনই কয়েকটি ওয়েব সিরিজ সম্পর্কে জানাবো আপনাদের।
(ads1)
১) Mastram: এই সিরিজে তাকে দেখা গিয়েছিলো এক গৃহ বধূর চরিত্রে। বেড সিন ও তার ফিগারে লজ্জার সব বাঁধ ভেঙে দিয়েছে আভা। তার প্রায় সম্পূর্ণ শরীর ছিল ক্যামেরার সামনে উন্মুক্ত। এখনও নেটিজেনরা আভার সেই পর্ব ভুলে উঠতে পারেননি।
২) Gandi Baat Season 3: ২০১৯ সালে এই সিরিজের তৃতীয় সিজন সামনে এসেছিলো। সেখানেই ‘হারপ্রীত ওয়েডস হারপ্রীত’ নামের একটি পর্বে কার্যত ঘাম ছড়িয়েছিলেন তিনি।
৩) ‘Hi Tauba’ : Alt Balaji -র বিখ্যাত ওয়েব সিরিজ এটি। এখানেই প্রথম সিজনের একটি এপিসোডেই দেখা মিলেছিলো আভা পলের। লাস্যময়ী স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করে ঘাম ছুটিয়েছেন দর্শকদের।
(ads2)
৪) Namkeen: এই সিরিজে অবাধ যৌনতা দেখানো হয়েছে। একটি ভার্জিন ছেলে যে বিবাহিত মহিলার সাথে শারীরিক সম্পর্ক তৈরী করতে চান প্রথমবার। আর সেই মহিলা যদি হয় আভা তাহলে তো আর কথাই নেই। এই সিরিজের দুর্দান্ত খোলামেলা লুকে দেখা মিলেছে নায়িকার।
৫) ‘Lolita PG House’: এই সিরিজেও তিনি ব্যাপক বোল্ড অবতারে দেখা দিয়েছিলো। প্রায় সব সিনের মাধ্যমেই তিনি ঘাম ঝরিয়েছেন তা স্পষ্ট। ললিতা যিনি একটি পি. জি চালান। সেখানেই বেশিরভাগ পুরুষেরা আসেন। তাদের সাথে সম্পর্কেও জড়ান ললিতা অর্থাৎ আভা। সিরিজটি আপনারা কোকুর পর্দায় দেখতে পাবেন।
এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।