বর্তমানে তিনি হয়ে উঠেছেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের রানী। তাঁর বোল্ড সিনের জন্যই চরম হিট হয় সেই ওয়েব সিরিজ গুলি। এখানে কথা হচ্ছে ওয়েব সিরিজের অভিনেত্রী আয়েশা কাপুরকে (Ayesha Kapoor) নিয়ে, যিনি বরাবরই সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন। সম্প্রতি, এবছর মুক্তি পেয়েছে অভিনেত্রীর আরো একটি ওয়েব সিরিজ ‘সিয়াপা’ (Siyapaa) যা দেখে রীতিমতো ঘাম ছুটেছে নেটিজেনদের। যদিওবা এর আগেও বহু ওয়েব সিরিজে দেখা মিলেছে তাঁর, কিন্তু এবারের সিরিজে এমন কিছু দৃশ্য দেখা মিলেছে যেখানে সমস্ত নির্লজ্জতা সীমা অতিক্রম করে ফেলেছেন এই অভিনেত্রী!
‘সিয়াপা’, বাবা ও ছেলের গল্প নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজটি। আর এখানেই লজ্জার সমস্ত বাঁধ ভেঙে দিয়েছে আয়েশা। এই ওয়ের সিরিজে সীমার চেয়ে সাহসী দৃশ্যেই বেশি দেখা মিলেছে আয়েশার। আর এই দৃশ্য গুলি দেখে ঘাম ছুটেছে ভক্তদের। তবে, এখানে আয়েশা একা নন তার সঙ্গে সিরিজে ঘাম ঝড়িয়েছেন সিমরান খান-ও। দুই পুরুষের সাথে আয়েশার বেড সিন রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য।
আয়েশা কাপুর অনেক ওয়েব সিরিজেই সাহসিকতার মেজাজ যোগ করেছেন। যার মধ্যে অন্যতম ‘ঝোল’ এবং ‘মোহর ২’। আর এই সিরিজ গুলির পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের মেজাজ ধরে রেখেছেন তিনি। কোকুর ‘মাই কাজিন সিস্টার’ হোক বা ‘অফিস স্ক্যান্ডেল’ তাঁর খোলামেলা অভিনয়ে সকলেই গলতে বাধ্য। এছাড়া অভিনেত্রীর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় দেড় লক্ষের-ও বেশি। যেখানে, নিত্যদিন এক সে বারকার এক বোল্ড ছবি পোস্ট করেন তিনি।
আসলে, এখন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমে অতি জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন থিয়েটার বা ওয়েব সিরিজ। কেননা এখানে তাদের গল্প ও অভিনয় মন ছুঁয়ে গেছে মানুষদের সাথে হইচই, উল্লু, প্রাইম শর্ট ছাড়াও এই সিরিজ গুলির মধ্যে রয়েছে অ্যাডাল্ট ওয়ের সিরিজ। আর যুব সম্প্রদায়ের ক্ষেত্রে আজকাল একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে বোল্ড ও অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি।