‘তিতলিয়ান’, ‘তবা তবা’, ‘সুরসুরি-লি’ পর পর সিরিজ রিলিজ করে আবারো কার্যত উল্লু নিজের প্রথম স্থান ফিরে পেয়েছে। সেই ধারা বজায় রেখে আবারো তাদের নতুন সিরিজ ‘সিসকিয়ান’ (Siskiyaan) ট্রেলার সামনে আসলো।
(ads1)
আগামী ৫ই অগাস্ট উল্লু অ্যাপের মাধ্যমে রিলিজ করবে এই সিরিজ। তার আগে চলুন জেনে নেওয়া যাক সিরিজের গল্প সম্পর্কে।
গল্পটি তৈরী করা হয়েছে বিকাস ও তার স্ত্রীকে নিয়ে। একটি বাড়িতে বিকাস, তার সুন্দরী স্ত্রী ও শারীরিক ভাবে অক্ষম বাবা থাকে। বিকাস অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যায়।
(ads2)
সেই সময় তার শশুরের খেয়াল রাখার জন্য ছেলের বউ ভরসা হয়। এমন সময়ই শশুরের ভালো লাগতে শুরু করে তার সুন্দরী বৌমাকে। ইন্টারকোর্স করার ইচ্ছা জাগে। তবে কি তার সাথে বৌমার সত্যি তৈরী হবে কোনোরকম সম্পর্ক।
(ads1)
তা আপনারা ‘সিসকিয়ান’ সিরিজ দেখলেই বুঝতে পারবেন। সিরিজের কলাকুশলী সম্পর্কে এখনই কিছু জানা সম্ভব হয়নি। দুটি এপিসোডের এই সিরিজ আপনারা দেখতে পাবেন মোট ৭ টি দেশীয় ভাষায়। তবে সবার আগে উল্লুর সাবস্ক্রিপশন নিতে কিন্তু ভুলবেন না যেন। তাই তাড়াতাড়ি সবার আগে সাবস্ক্রিপশন নিয়ে রাখুন দুর্দান্ত হট এই সিরিজটি উপভোগ করার জন্য।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।