Tollywood Actress Educational Qualification: টলিউড ইন্ডাস্ট্রি মানেই সুন্দরীদের ঢল। তারা সকলেই তাদের অভিনয় দক্ষতা দিয়ে মনোরঞ্জন করে চলেছেন অগণিত ভক্তদের। রিল হোক বা রিয়েল সব নিয়েই তারা থাকেন সংবাদের শিরোনামে। তবে, এই সুন্দরী অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কি তা অনেকেরই অজানা। আজকের এই প্রতিবেদনে আপনাদের পছন্দের সকল অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেই আলোচনা করবো। চলুন তবে দেখে নেওয়া যাক-
(ads1)
১.ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-নব্বয়ের দশক থেকে তিনি কাজ শুরু করেছেন সিনেমার পর্দায়। এরপর একের পর এক ছবি দিয়ে মনজয় করেছেন সকলের। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আজও সমানতালে কাজ করে চলেছেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হলে বলা যায় যে ঋতুপর্ণা লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়েছিলেন।
২.স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)-টলিউডের অন্যতম জনপ্রিয় তথা সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। বরাবরই তিনি তার স্পষ্ট মতামতের জন্য পরিচিত সকলের কাছে। এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছিলেন।
(ads2)
৩.শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)- টলিপাড়ার আরও এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। তাকে নিয়ে নেটমাধ্যমে চর্চার শেষ নেই। শ্রীলেখা জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ র জন্য পড়াশোনা শুরু করলে তা আর শেষ করে উঠতে পারেননি। কেননা তিনি তখন একটি পাঁচতারা হোটেলে চাকরিতে ঢুকে গিয়েছিলেন।
৪. পাওলি দাম (Pauli Dam)-টলি ও বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী হলেন পাওলি দাম। তার হটনেসে ঘায়েল সকলেই। পড়াশোনাতেও তিনি বেশ ভালো ছিলেন। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন পাওলি।
৫.কোয়েল মল্লিক (Koel Mallick)-টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের নাম ভাঙিয়ে নয়, বরং নিজের অভিনয় দক্ষতার গুনেই জায়গা করে নিয়েছেন সকলের মনে। অভিনেত্রী গোখলে মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক শেষ করেন।
(ads1)
৬.পায়েল সরকার (Payel Sarkar)-টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী পায়েল
বড়পর্দা হোক বা ওয়েব সিরিজ দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন। তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছেন।
৭. মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)-টলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন মিমি। তার টমবয় লুক বেশ পছন্দ করেন দর্শকরা। এই অভিনেত্রী আশুতোষ কলেজ থেকে বি.এ পাশ করেছেন।
৮.শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)- টলিউডের আরও এক ডাকসাইটে সুন্দরীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলি। অভিনেত্রী লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছিলেন।
৯.নুসরত জাহান (Nusrat jahan)-টলিপাড়ার বহুল চর্চিত একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান। গত ১ বছরেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন সংবাদের শিরোনামে। নুসরত ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স পাশ করেছেন।
(ads2)
১০. রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রুক্মিণী। পাশাপাশি তিনি সুপারস্টার দেবের বান্ধবীও বটে। দেবের হাত ধরেই পা রাখেন এই ইন্ডাস্ট্রিতে। রুক্মিণী লড়েটো থেকে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেন। এরপর কেরালার আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ করেছেন।