আপনি কি রাইস কুকার কিনতে চান? রাইস কুকার কিনতে চাচ্ছেন কিন্তু বোঝাতে পারছেন না কোন রাইস কুকার কিনবেন। রাইস কুকার কেনার আগে রাইস কুকারের মূল্য, সুবিধা ও অসুবিধা ইত্যাদি বিষয়ে জানা দরকার। তাই আমি আপনাদের জন্য তৈরি করেছি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ বা রাইস কুকারের মূল্য তালিকা। এখানে পেয়ে যাবেন ১০টি সেরা রাইস কুকারের দাম সহ বিভিন্ন তথ্য।
প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। সহজ ভাবে বলতে গেলে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। জীবন যাত্রার সকল পর্যায়ে প্রযুক্তির ছোঁয়া। এমনকি খাদ্য উৎপাদন থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত রয়েছে নানা যন্ত্রপাতির ব্যবহার। রাইস কুকার রান্নায় ব্যবহৃত একটি প্রযুক্তি বিশেষ।
রাইস কুকার হল ভাত রান্না করার আধুনিক যন্ত্র। চুলায় ভাত রান্না করলে বসে থাকতে হয় চুলার পাশে। তীব্র গরমে এটি একটি কষ্টের ব্যাপার। ভাত রান্না হতে অনেক সময় লেগে যায়। অপরদিকে রাইস কুকারে ভাত রান্না করা খুব সহজ। নেই ধোঁয়া এবং গরমের যন্ত্রণা। আর রান্না হতেও সময় লাগে খুব কম। শুধু চালের সাথে পরিমাণ মতো পানি দিয়ে প্লাগ ইন করার কিছুক্ষণ পরেই হবে ভাত। মাঝখানের সময়টাতে হাতের অন্যান্য কাজ সেরে নিতে পারবেন।
রাইস কুকারে ভাত রান্নার বেশ কিছু সুবিধা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হল একটি নির্দিষ্ট তাপমাত্রায় রান্না হয় অর্থাৎ তাপমাত্রা কমে-বাড়ে না, যার ফলে ভাত পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ভাত ছাড়াও নানা ধরনের ভর্তা আইটেম বানানো যায় রাইস কুকারে। তাই ঝামেলাহীন ও দ্রুত ভাত রান্না করার একটি স্মার্ট সল্যুশন হতে পারে রাইস কুকার।
রাইস কুকারের দাম কত ২০২২
রাইস কুকারের দাম ও সুবিধা-অসুবিধা সম্পর্কে জানা থাকলে তেমন কোন ঝামেলা ছাড়াই অনলাইন এবং অফলাইন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন। তাছাড়া আপনি নিশ্চয়ই চাইবেন আপনার বাজেটের মধ্যে ভালো মানের রাইস কুকার কিনতে। তাই রাইস কুকারের মূল্য তালিকা জানার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আর এই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এখানে বিভিন্ন ব্রান্ডের সেরা ১০ টি রাইস কুকারের দাম ২০২২ সম্পর্কে জানানো হয়েছে। আশা করি রাইস কুকার গুলোর ডিজাইন, মূল্য ও অন্যান্য ফিচার আপনাদের মনের মত হবে।
জেনে নিন সেরা ১০টি রাইস কুকারের দাম ও ভালো-মন্দ দিক সম্পর্কে।
সিঙ্গার রাইস কুকার ২.৮ লিটার SRCDB888CHAMP (Double Pot)
শীর্ষস্থানীয় ইলেকট্রিক পণ্য প্রস্তুতকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিঙ্গার একটি। প্রোডাক্টের গুণগত মান নিয়ে চিন্তিত? আস্থা রাখতে পারেন সিঙ্গারের উপর। সিঙ্গারের এই রেড কালারের রাইস কুকারের সাথে থাকছে এক বছর ওয়ারেন্টি। যারা রেড কালার পছন্দ করেন এই রাইস কুকারটি দেখতে পারেন। এই রাইস কুকারটি কিনতে পারবেন ২৮০০ টাকায়।
বিশেষত্ব:
- মডেল: SRRC-SRCDB888CHAMP
- ২.৮ লিটার ক্যাপাসিটি
- ১০০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন
- ডাবল বাটি রাইস কুকারের সাথে মেটাল হাউজিং
- কুকারের ভেতরে ফুড গ্রেড সহ দুই স্তরের এসএস টাইপ লেয়ার কোটিং বিশিষ্ট ইনার পট।
- স্বয়ংক্রিয় রান্নার সুবিধা
- রয়েছে স্বয়ংক্রিয়ভাবে গরম রাখার ফাংশন
মূল্য: ২৮০০ টাকা।
সিঙ্গার রাইস কুকার ১.৮ লিটার SRCDB9918PRIME (Double Pot)
১.৮ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট আরো একটি সিঙ্গার রাইস কুকার হল SRCDB9918PRIME রাইস কুকার। এই রাইস কুকারটি একটি ছোট ফ্যামিলির ভাত, পোলাও ও খিচুড়ি রান্নায় একদম পারফেক্ট। সিলভার কালারের এই রাইস কুকারটির মূল্য ২৩০০ টাকা। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।
বিশেষত্ব:
- মডেল: SRCDB9918PRIME
- ১.৮ লিটার ক্যাপাসিটি
- ৭০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন
- ডাবল বাটি রাইস কুকারের সাথে মেটাল হাউজিং
- কুকারের ভেতরে ফুড গ্রেড সহ দুই স্তরের এসএস টাইপ লেয়ার কোটিং বিশিষ্ট ইনার পট।
- স্বয়ংক্রিয় রান্নার সুবিধা
- রয়েছে স্বয়ংক্রিয়ভাবে গরম রাখার ফাংশন
মূল্য: ২৩০০ টাকা।
ভিশন রাইস কুকার ৫.৬ লিটার RC (Giant)
ভিশন রাইস কুকার গুলো বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই ভিশন রাইস কুকার সম্পর্কে জানতে চায়। তাই আমি সেরা ১০টি রাইস কুকারের তালিকায় দুটি ভিশন রাইস কুকার রেখেছি। ভিশন RC রাইস কুকারটি বেশ বড় সাইজের একটা রাইস কুকার যার আয়তন ৫.৬ লিটার। এই রাইস কুকারটির দাম ৪৬৩৫ টাকা। আপনি যদি বড় আয়তনের রাইস কুকার কিনতে চান তাহলে এই রাইস কুকারটি দেখতে পারেন।
বিশেষত্ব:
- ব্র্যান্ড: ভিশন
- আইটেম কোড: ৮৭৩২৮৩
- ৫.৬ লিটার ক্যাপাসিটি ও ১৯০০ ওয়াট ক্ষমতা বিশিষ্ট।
- রাইস কুকারের ভেতরে অংশে অ্যালুমিনিয়ামের আবরণ বিশিষ্ট ৯২০ গ্রাম ইনার পট।
- প্লাস্টিকের হাতল বিশিষ্ট স্টেইনলেস স্টিলের ঢাকনা
- ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ভাত রান্না করা যায়
- সহজেই পরিষ্কার করা যায়
মূল্য: ৪৬৩৫ টাকা।
ভিশন রাইস কুকার ১.৮ লিটার RC-1.8L 40-06 SS Classic
এখন জানা যাক ১.৮ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট RC-1.8L 40-06 SS মডেলের ভিশন রাইস কুকার সম্পর্কে। ১৫-২০ মিনিটের মধ্যেই ভাত রান্না করা যাবে এই রাইস কুকার দিয়ে। রাইস কুকারটির দাম ২৩৪০ টাকা। কম আয়তনের রাইস কুকার কিনতে চাইলে এই রাইস কুকারটি দেখতে পারেন।
বিশেষত্ব:
- মডেল: RC-1.8L 40-06 SS
- ১.৮ লিটার ক্যাপাসিটি
- ১১০০ ওয়াট পাওয়ার
- ডাবল ইনার পট, একটি এসএস পট ও একটি অ্যালুমিনিয়াম পট।
- ম্যাগনেটিক সুইচ এবং থার্মোস্ট্যাট
- ২ হোল বিশিষ্ট ৬-৬.৫ মিমি প্লাস্টিক হ্যান্ডেল গ্লাস ঢাকনা
- ০.২৮ মিমি সম্পূর্ণ এসএস বডি
- প্লাস্টিকের হাতল বিশিষ্ট স্টেইনলেস স্টীল স্টিমার।
- ভিতরের পট ১.২ মিমি প্রকৃত নন-স্টিক বেস বোর্ড- সিলভার আবরণ।
মূল্য: ২৩৪০ টাকা।
ওয়ালটন রাইস কুকার ২.৮ লিটার WRC-DCSM28
সেরা ১০ টি রাইস কুকারের তালিকায় ওয়ালটন রাইস কুকার থাকবে না তাহা কি হয়। ভাত, তরকারি, পোলাও, খিচুড়ি সবকিছু রান্না করতে পারবেন ওয়ালটন রাইস কুকার দিয়ে। ওয়ালটনের পণ্যগুলো দামে কম কিন্তু মানে ভালো। আর এই জন্যই ইলেকট্রিক পণ্য বাজারে ওয়ালটনের বেশ সুনাম রয়েছে।
ওয়ালটন ব্র্যান্ডের এই রাইস কুকারটি দেখতে বেশ চমৎকার। ২.৮ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট এই রাইস কুকার দিয়ে ১.৮ থেকে ২ কেজি চালের ভাত রান্না করা যায়। থাকছে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ১ বছরের খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টি পাবেন। ওয়ালটন গ্রাহকদের জন্য এই রাইস কুকারটির গোলাপি ও লাল এই দুটি কালার রেখেছে এবং দাম নির্ধারণ করেছে ৪,০৯০ টাকা।
বিশেষত্ব:
- ব্র্যান্ড: ওয়ালটন
- মডেল: WRC-DCSM28
- ২.৮ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট রাইস কুকার
- সর্বোচ্চ ইলেকট্রিক্যাল সেইফটি এবং ইলেকট্রিক শক প্রতিরোধ করে
- আলাদা এসএস ফুড স্টিমার
- ইনার পট বের করে পরিষ্কার করা যায়
- স্বয়ংক্রিয় উষ্ণতার সাথে সহজ ইলেকট্রনিক অপারেশন
- ভিজ্যুয়াল ইনডিকেটর বিশিষ্ট কন্ট্রোল প্যানেল
মূল্য: ৪,০৯০ টাকা।
ওয়ালটন রাইস কুকার ১.৮ লিটার WRC-SGAH18
আপনি কি ১ থেকে ১.২ কেজির মত চাল রান্না করা যায় এমন রাইস কুকার খুঁজছেন? তাহলে এই রাইস কুকারটি দেখতে পারেন। WRC-SGAH18 মডেলের এই রাইস কুকার দিয়ে ১ থেকে ১.২ কেজি চাল রান্না করা যায়। এই রাইস কুকারটির দাম হলো ২৮৯০ টাকা।
বিশেষত্ব:
- ব্র্যান্ড: ওয়ালটন
- মডেল: WRC-SGAH18
- ১.৮ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট রাইস কুকার
- ১ থেকে ১.২ কেজি চাল রান্না করা যায়
- সর্বোচ্চ ইলেকট্রিক্যাল সেইফটি এবং ইলেকট্রিক শক প্রতিরোধ করে
- আলাদা এসএস ফুড স্টিমার
- ইনার পট বের করে পরিষ্কার করা যায়
- স্বয়ংক্রিয় উষ্ণতার সাথে সহজ ইলেকট্রনিক অপারেশন
- ভিজ্যুয়াল ইনডিকেটর বিশিষ্ট কন্ট্রোল প্যানেল
মূল্য: ২৮৯০ টাকা।
মিয়াকো ২.৮ লিটার Double Pot Rice Cooker ASL-28-HC-DMD
২.৮ লিটার আয়তনের এই মিয়াকো রাইস কুকারে খুব দ্রুত রান্না করা যায়। রয়েছে হাই টেম্পারেচার প্রোটেকশন। সাথে থাকছে পরিমাপক কাপ ও চামচ। ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি ও ৭ দিনের রিটার্ন সুবিধা সহ এই রাইস কুকারটি কিনতে পারবেন ৩৪৫০ টাকায়।
বিশেষত্ব:
- ২.৮ লিটার স্বয়ংক্রিয় রাইস কুকার
- ডাবল পট, প্রত্যেকটি পট ফুড গ্রেড অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।
- ১ এর মধ্যে ৩ ফাংশন (রাইস কুকার, উষ্ণ রাখার ব্যবস্থা এবং স্টিমার)
- অটোমেটিক রান্না এবং সহজে নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ম বাটন।
- হাই টেম্পারেচার প্রোটেকশন
- সাথে থাকছে পরিমাপক কাপ এবং চামচ।
মূল্য: ৩৪৫০ টাকা।
মিয়াকো ১ লিটার ছোট সাইজের রাইস কুকার MCM-P01
অনেকেই এক লিটারের রাইস কুকার খুঁজে থাকেন। তাই আমি মিয়াকো ১ লিটার রাইস কুকারটি তালিকায় রেখেছি। ৩-৪ জনের একটি পরিবারের রান্নায় এই রাইস কুকারটি পারফেক্ট হবে। আপনি ১ লিটার রাইস কুকার কিনতে চাইলে এই রাইস কুকারটি দেখতে পারেন।
বিশেষত্ব:
- ব্র্যান্ড: মিয়াকো
- মডেল: MCM-P01
- ১ লিটার ধারণক্ষমতা বিশিষ্ট ছোট সাইজের রাইস কুকার
- ৩৫০ ওয়াট পাওয়ার বিশিষ্ট
- ঢাকনা সহ বৃত্তাকার বডি
- একক নন স্টিক কোটিং পট
- ১ এর মধ্যে ৩ ফাংশন ( রাইস কুকার, গরম রাখার ব্যবস্থা এবং স্টিমার)
- কুক এবং ওয়ার্ম লাইট ইন্ডিকেটর
- হাই টেম্পারেচার প্রোটেকশন এবং এনার্জি সেভিং
- সহজ এবং দ্রুত রান্না
মূল্য: ২০৪০ টাকা।
কিয়াম ১.৮ লিটার রাইস কুকার DJB-202
১.৮ কিয়াম লিটার রাইস কুকার পাচ্ছেন মাত্র ১,৭৬৪ টাকায়। আপনি যদি কম বাজেটের রাইস কুকার কিনতে চান তাহলে এই রাইস কুকারটি দেখতে পারেন।
বিশেষত্ব:
- টেকসই এবং দীর্ঘস্থায়ী জয়েন্টলেস বডি
- ইজি ওয়ান বাটন অপারেশন
- নন-স্টিক দুই পাশে প্রলিপ্ত উচ্চ মানের পাত্র
- বাইরের বডি মরিচা মুক্ত
- এলইডি ইন্ডিকেটর।
মূল্য: ১,৭৬৪ টাকা।
ইকো প্লাস রাইস কুকার ২.২ লিটার
আজকের তালিকাযর সর্বশেষ রাইস কুকারটি হল ইকো প্লাস রাইস কুকার। ২.২ লিটার এই রাইস কুকারটি কিনতে পারবেন ২,২৯০ টাকায়। আপনি যদি ২.২ লিটার অলিভ কালারের কোন রাইস কুকার কিনতে চান তাহলে এই রাইস কুকারটি দেখতে পারেন।
বিশেষত্ব:
- পরিষ্কার করা সহজ
- ড্রাম রাইস কুকার
- অ্যালুমিনিয়াম কোটিং ইনার পট
- মসৃণ নরমাল হিটিং প্লেট
- অ্যালুমিনিয়াম স্টিমার সহ কাচের ঢাকনা
- অলিভ কালার (জলপাই রঙ)
রাইস কুকারের দাম ২০২২ সম্পর্কে পরিশেষ
আশা করি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি। এখানে যে রাইস কুকার সম্পর্কে আপনাদের জানানো হয়েছে ব্র্যান্ড বিবেচনায় তাদেরকে তালিকায় রাখা হয়েছে।
রাইস কুকারের দামের পরিবর্তন হতে পারে। তাই রাইস কুকার কেনার আগে আপডেট মূল্য তাদের অফিসিয়াল ওয়েব সাইট হতে জেনে নিতে পারেন।