Rabbit অ্যাপের মাধ্যমে আবারো রিলিজ করলো দুর্দান্ত ‘জালেবি’ (Totka) পার্ট ২ ওয়েব সিরিজে। এই অ্যাপের মাধ্যমে ‘Kangan’, ‘Pathshaala 2’ এর মতো হট সিরিজ রিলিজ করেছিল কিছুদিন আগেই। তারপরেই আবারো একবার দর্শকদের ঘাম ঝরাতে হাজির হয়েছে জালেবি সিরিজ নিয়ে। তবে সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছে মুসকান আগারওয়াল, মাহি খান, পূজা পোদ্দার। সবাই অ্যাডাল্ট ওয়েব সিরিজের চেনা মুখ। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা উষ্ণতায় পরিপূর্ণ হতে চলেছে এই সিরিজ।
(ads1)
গল্প অনুযায়ী এক গ্রামে বাস করে জালেবি নামের এক মেয়ে। গ্রামের সবাই তাকে নিয়ে বিভিন্ন কথা বলে। পুরুষরা তাকে সবসময় পেটে চায়। কিন্তু গ্রামে যে বাগান বাড়ি আছে তার মালিক চায় না জালেবিকে কোনো কথা হোক। এমন পরিস্থিতিতে কি করবে সে? আপনারা অবশ্য জানতে পারবেন সম্পূর্ণ সিরিজ দেখার পরে।
(ads2)
Rabbit অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। দুটি এপিসোডের এই সিরিজ হিন্দি ভাষার মাধ্যমে গত ২৯ সে জুলাই রিলিজ হয়েগেছে। প্রথম থেকেই ট্রেলার দেখে হট সিনের কারণে হিট হয়ে উঠেছে এই সিরিজ দর্শকদের কাছে। তবে আর দেরি করা উচিত হবে না সাবস্ক্রিপশন নিয়ে দুর্দান্ত এই সিরিজ আজই দেখে ফেলুন। কিন্তু কোনো মতেই পরিবারের সামনে কিংবা ১৮ বছরের কম বয়সীরা দেখবেন না এই সিরিজ।