সিনেমা সিরিয়ালের পাশাপাশি কোন অংশেই বাদ যায় না ওয়েব সিরিজ। এখনকার যুগের জেনারেশন সিরিয়াল সিনেমার থেকে বেশি করে আড়ি পেতে বসে থাকে ওয়েব সিরিজের জন্য।
(ads1)
আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা এবং হিন্দি টেলিভিশনে বেশ কিছু এডাল্ট ওয়েব সিরিজ অ্যাপস রয়েছে।প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন।
প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করেতেই থাকে। সব থেকে বেশি জনপ্রিয়তা পায় যৌনতা ভরা ওয়েবসিরিজ গুলো। ঠিক এরকমই আবার এক যৌনতা ভরা ওয়েব সিরিজের খবর নিয়ে চলে এসেছি ঠিক এরকমই আবার এক যৌনতা ভরা ওয়েব সিরিজের খবর নিয়ে চলে এসেছি আমরা।
(ads2)
উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি অ্যাপগুলিতেপ্রতিদিন কোন না কোন ওয়েব সিরিজ রিলিজ করে। চরমসুখ ক্যাটাগরি এবং পালং টড ক্যাটাগরির ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যেগুলি উল্লুর ওয়েব সিরিজ।এছাড়াও এই তালিকাতে রয়েছে ওলট বালাজি এবং এমএক্স প্লেয়ার , প্রাইম শর্ট এর বিভিন্ন ওয়েব সিরিজ।
তবে প্রাইম শর্ট ‘নালায়েক’, ‘বহুযান’ ‘শিল৪’ একটার পর একটা ধামাকাধার ওয়েব সিরিজ আসতেই থাকছে। যার ফলে কার্যত প্রাইম শর্ট আবারও প্রথম স্থান ফিরে পেয়েছে। এবং সেই স্থানকে ধরে রাখতেই প্রাইম শর্ট এর পরবর্তী ওয়েব সিরিজটি হতে চলেছে আরও ধামাকাদার। রীতিমতো আবারো আগুন ধরিয়ে দেবে এই ওয়েব সিরিজটি কামুকপ্রবণ মানুষদের গায়ে।
(ads1)
আবারো কামুকপ্রবণ মানুষদের জন্য সুখবর! খুব শীঘ্র প্রাইম শর্ট এ আসতে চলেছে এক ধামাদার ওয়েব সিরিজ। রীতিমতো খুবই পছন্দ করবে কামুকপ্রবণ মানুষেরা। ইতিমধ্যেই, যার তিরিশ সেকেন্ডের ট্রেলার রীতিমতো আগুন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখলেই একটা ধারণা করাই যায় যে এই নতুন ওয়েব সিরিজটিও আবারও ধামাল মাচাবে অন্য ওয়েব সিরিজ গুলোর মতই। যদিও তারিখ জানা যায়নি কবে ঠিক রিলিজ হবে এই সিরিজটি। চলুন এবার আপনাদের এই সিরিজটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক। সিরিজ সম্পর্কে জানতে হলে প্রতিবেদনটা শেষ অবধি পড়ুন।
আগত নতুন ওয়েব সিরিজের নাম হল ‘ মালকিন ভাবি’।গল্পটির থিম হল এক বৌদি একটি হোস্টেল ভাড়া দেবে অবিবাহিত ছেলেদের কে। যেখানে প্রায় অধিকাংশ ছেলেই মালকিন বৌদির গ্ল্যামারাস হট সেক্সি ফিগার দেখে যৌন সঙ্গমের জন্য আকৃষ্ট হবে। এবং ইন্টারকোর্স করার চেষ্টা করবে।
(ads2)
কিন্তু এই যৌনসঙ্গম করার উদ্দেশ্য কি সফল হবে বৌদির?? সত্যি কি কোন সম্পর্ক তৈরি হবে তাদের মধ্যে?? জানতে হলে অবশ্যই লক্ষ্য রাখুন প্রাইম শর্ট এর ওয়েবসাইট এর উপর। এবং সিরিজটি দেখতে হলে আপনাকে অবশ্যই সবার আগে অন্য সাবস্ক্রিপশন নিতে হবে। এই সিরিজটি আপনারা হিন্দি ভাষায় দেখতে পারবেন।