প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে বর্তমানে ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমে অতি জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন থিয়েটার বা ওয়েব সিরিজ।
কেননা এখানে তাদের গল্প ও অভিনয় মন ছুঁয়ে গেছে মানুষদের। তবে তাদের মধ্যে আজকাল একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে বোল্ড ও অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি।
সম্প্রতি, আজ আপনাদের জানাবো এমন কিছু অভিনেত্রীর কথা যাদের চরিত্রগুলি ছিল উষ্ণতায় পরিপূর্ণ এবং কোনদিনও না ভোলার মতো!
১) কিয়ারা আদভানি (Kaira Advani)-
২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য লাস্ট স্টোরিস’ (The Lust Stories)। যেখানে প্রথমবার বোল্ড সিনে অভিনয় করতে দেখা গিয়েছিল কিয়ারা আদভানিকে। আর সেই সময় যৌনতায় ভরা এক্সপ্রেশনে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন তিনি। এমনকি নায়িকা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়ে গিয়েছিলেন তিনি। আর শেষমেষ ‘লাস্ট স্টোরিস’এর কারণে সম্পূর্ন দেশের পরিচিতি লাভ করেন কিয়ারা।
২) ত্রিধা চৌধুরী (Tridha Choudhury)-
বর্তমানে ধারাবাহিক ও ওয়েব সিরিজ শাড়িতে বেশ ভালো অভিনয় করছেন ত্রিধা। তবে, ‘আশ্রম’ (Aashram) সিরিজে প্রথম ও দ্বিতীয় সিজিনে তিনি যেভাবে বোল্ড লুকে তরা দিয়েছিলেন তাতে রীতিমতো রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। আর এখনতো ওয়েব সিরিজে একের পর এক হট এন্ড বোল্ড সিনের কারনে ব্যাপকভাবে বিখ্যাত হয়ে উঠেছেন তিনি।
৩) রাজশ্রী দেশপান্ডে (Rajshri Deshpande)-
‘Sacred Games’ সিরিজে গণেশ গাইতোন্ডে অর্থাৎ নাওয়াউদ্দিন সিদ্দিকির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রাজশ্রী। সেখানে প্রথমবার ক্যামেরার সামনে খোলামেলা অবস্থায় ধরা দিয়েছিলেন রাজশ্রী। আর এই সিরিজে তাঁর বোল্ড ও উষ্ণতা চড়ানো যে সমস্ত সিন ছিল তা যে নেটিজেনদের ঘাম ঝড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
৪) রাশিকা দুগ্গাল (Rasika Dugal)-
‘Mirzapur’ সিরিজে রাশিকার লাস্যময়ী ও ঘাম ঝরানো অভিনয় যা সকলকে চমকে দিয়েছিল। আর বর্তমানে ওয়েব সিরিজের মধ্যে অতি বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। আর বলতেই হবে প্রথম পাঁচ জন অভিনেত্রীর মধ্যে রাশিকা দুগ্গালের নাম থাকবেই থাকবে।
৫) প্রিয়া ব্যানার্জি (Priya Banerjee)-
প্রিয়া বাঙালির কন্যা হলেও চুটিয়ে অভিনয় করেছেন বলিউডে। ‘Bekaaboo’ সিরিজে কান্তিকে নিশ্চয় সকলের মনে রয়েছে। সেখানে একাধিক বেড সিন বেকায়দায় ফেলে দিয়েছিল সে। আর সেই কান্তিই হল প্রিয়া। যার দুর্দান্ত লাস্যময়ী অভিনয় আজ-ও মনে রাখার মতো।
বলাই বাহুল্য উপরিউক্ত এই পাঁচ জন অভিনেত্রী স্বল্প সময়ের জন্য ক্যামেরার সামনে থাকলেও দর্শকদের অতি সহজেই রাতের ঘুম কেড়ে নিয়েছেন তারা।