বলিউড নায়িকাদের মধ্যে ইয়ামি গৌতম (Yami Gautam) অন্যতম। তার সিনেমা ও সাবলীল অভিনয় মানুষের মন কেড়ে নেয়। ফ্যাশনের দিক থেকেও বেশ নাম করেছে নায়িকা। বিভিন্ন ইভেন্টে ইয়ামিকে দেখা যায় দুর্দান্ত পোশাকে। তবে নায়িকা বিভিন্ন সময়ে উপস মুহূর্তের শিকার হয়েছেন। কিন্তু বর্তমানে যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে নায়িকার তা সম্পূর্ণ অন্য।
ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ামি গৌতম একটি হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন। একটা ইভেন্টে উপস্থিত হয়েছিলেন নায়িকা। তার হলুদ রঙের জ্যাকেট সম্পূর্ণ খোলা। তার নিচে অন্তর্বাস দেখা যাচ্ছে স্পষ্ট। বেশ কয়েকবার ইয়ামিকে দেখা গেল অস্বস্তি মুহূর্তে। তার জ্যাকেট হাত দিয়ে বারংবার বার ঠিক করছে সে।
যখন তিনি নিজের পরা ঐ জ্যাকেটটিকে বারবার ঠিক করার চেষ্টা করছেন সেই মূহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। পাপারাজ্জিদের ক্যামেরার থেকে কিছুই লুকানো সম্ভব নয়। এই আউটফিটে ইয়ামি কে যথেষ্ট স্মার্ট এবং কনফিডেন্ট দেখাচ্ছিল। প্রথম দিকে সামলাতে না পারলেও পরের মুহূর্তেই সামলে নেন তিনি।
‘বলিউড তড়কা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। ইয়ামির এই ভিডিও লুক ব্যাপক সুন্দর লেগেছে নেটিজেনদের। উপস মুহূর্ত হলেও মন কেড়েছে সবার। কেউ সুন্দর আবার কেউ পরী বলেছে তাকে।