অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে উল্লু যেন বিশেষ নাম করেছে। একের পর এক ঘাম ঝরানো সিরিজ কিন্তু প্রতিনিয়ত রিলিজ হচ্ছে সেখানে। তার মধ্যেই নতুন সিরিজের ট্রেলার রিলিজ করে দিলো নির্মাতারা।
সিরিজের নাম ‘মাটকি (Matki)। সিরিজের নাম শুনেই আন্দাজ করা যাবে কি ধরণের সিন থাকবে। ট্রেলার থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ। সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের পরিচিত মুখ প্রিয়া গামড়ে (Priya Gamre)।
সিরিজে বিন্দু নামের একটি বিবাহিতা মহিলার গল্প দেখানো হয়েছে। যেখানে তার স্বামী বিন্দুর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে না। একসময় তাদের বাড়িতে আসে বিন্দুর ভাইপো। যে একসময় তার কাকিমার ঘরে ঢুকে যায় ও দেখে ছোট ড্রেস পরে বসে থাকতে তাকে। কিভাবে তার কাকিমাকে পাবে সে? একসময় দুজনেরই সম্পর্ক তৈরী করতে ইচ্ছা হয়। তাহলে কি তারা সফল হতে পারবে?
তা যদিও আপনারা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে দিয়ে। গত ১৯ ই অগাস্ট সিরিজটি রিলিজ হবে উল্লু অ্যাপের মাধ্যমে। সম্পূর্ণ হিন্দি ভাষা সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করবে এই সিরিজ যা অনায়েসেই দেখতে পারবেন আপনারা। প্রিয়া গামড়ে কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে। তার আগে অতি অবশ্যই উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন। তবে বাড়িতে এই সিরিজ দেখার সময় মনে রাখবেন বাচ্চাদের সামনে কিন্তু ভুলেও দেখবেন না এই সিরিজ।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।