কোকু চ্যানেলের মধ্যে দিয়ে ইউটিউবে রিলিজ হলো দুর্দান্ত সিরিজ ‘Courtship’-এর ট্রেলার। ‘ছুপি নজর’,’সানভেদা’ সিরিজের পরে আবারো সামনে আসলো কোর্টশিপ সিরিজের উষ্ণতায় মাখা ট্রেলার।
তবে সবথেকে উল্লেখ্য অ্যাডাল্ট সিরিজের পরিচিত মুখ শ্রেয়সী (Shreyashi) এখানে অভিনয় করেছেন। আর তার সিরিজে থাকা মানেই কতটা উষ্ণতায় পরিপূর্ণ হবে সিন্ গুলি তা বলার অপেক্ষা রাখে না। সেখান থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ।
গল্প অনুযায়ী সিরিজে এক দম্পতি যারা ২ বছর যাবৎ সুন্দর সংসার করেছে। কিন্তু একদিন স্বামী তার স্ত্রীকে দেখে পুরোনো প্রেমিকের সাথে গল্প করতে আর সেখান থেকেই শুরু হয় ঝামেলা।
তারা একসময় দুজনেই ডিভোর্স করার জন্য কোর্ট পর্যন্ত চলে যায়। বিচারক তাদের ৬ মাস এক সাথে থাকার পরামর্শ দেয়। তবে তারা থাকতে না চেয়েও থাকা শুরু করে। তখন তার স্ত্রী বলে আমরা দুজনেই একটা করে পার্টনার জোগাড় করে নি নিজেদের জন্য।
এমন প্রস্তাব শুনে তার স্বামী রাজি হয়। কি হবে তার পরে তা জানতে হলে দেখুন এই সিরিজ।
২ টি এপিসোডের এই সিরিজ সম্পূর্ণ হিন্দি ভাষায় রিলিজ করবে কোকুর পর্দায় আগামী ২২সে অগাস্ট। শ্রেয়সী ও অন্যান্যরা শরীরের উষ্ণতার সাহায্যে কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে।
শ্রেয়সী ছাড়াও সিরিজে অভিনয় করবে Bhanu Thakur, Kunal Mehta প্রমুখ। তার আগে অতি অবশ্যই কোকু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন।
একমাত্র সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এমন ঘাম ঝরানো সিরিজ। কিন্তু বাড়িতে বড়োদের কিংবা বাচ্চাদের সামনে ভুলেও ক্লিক করবেন না এই সিরিজে।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।