গত দুবছর ধরে মানুষ সিনেমা ছাড়াও ওটিটি প্লাটফর্মে দিকে মনোনিবেশ করেছে। তার একটা বিরাট কারণ করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে সিনেমাহল গুলো ছিল বন্ধ। নতুন সিনেমা দেখার ইচ্ছে হলেও তা পূরণ করতে পারছিলেন না কেউ। সেই সময় এই ওটিটি প্লাটফর্মে ছিল সিনেমা প্রেমীদের একমাত্র আনন্দের জায়গা। তবে এই ওয়েব সিরিজ গুলো মাঝেমধ্যেই আপত্তিকর ভাষা এবং দৃশ্যের জন্য নানা রকম বিতর্কের মুখে পড়েছে। বেশিরভাগ সময় পরিপাট নিয়ে বসলে এই ওয়েব সিরিজ গুলো দেখা যেত না। অবশ্য বল ছাড়া নানা রকম ওয়েব সিরিজও আছে।
(ads1)
প্রাপ্তবয়স্ক এই ওয়েব সিরিজগুলি আপনারা যেকোন সময় ‘ডিজিমুভি প্লেক্স অ্যাপ’ এ দেখতে পাবেন। সেক্ষেত্রে পরিবারের সঙ্গে বসে বিড়ম্বনায় পরার কোন সম্ভাবনাই নেই।
১ লা আগস্ট রিলিজ হতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ ‘পেয়াসি পুস্পা’। আয়ুষী জেসওয়াল অভিনয় করছেন মুখ্য চরিত্রে। বহু এডাল্ট ওয়েবসাইটের মধ্যে এটি অন্যতম। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের ট্রেলার সামনে এসেছে যা দেখে গল্পের আভাস পাওয়া যাচ্ছে।
গল্পটি একটি ডিভোর্সি মহিলা, পুস্পার। বিবাহ বিচ্ছেদের পরে তিনি বিবাহ করেন প্রীতম নামে আরেকজন পুরুষকে। কিন্তু বিয়ের কিছুদিন পরে পুষ্প বুঝতে পারেন প্রথম তাকে শারীরিক সুখ সঠিকভাবে দিতে পারছে না। এদিকে প্রিতমের ছেলে বারংবার পুষ্পাকে অন্যভাবে দেখে।
(ads2)
শেষ পর্যন্ত পুষ্পার সঙ্গে প্রীতমের ছেলে টিটুর শারীরিক সম্পর্ক হতে থাকে। কিছুদিন পর প্রীতম সমস্ত ঘটনা দেখে ফেলে। এবার কি হতে চলেছে পরিণতি? জানতে হলে দেখুন সম্পূর্ণ এর সঙ্গে ডিজিমুভি প্লেক্স অ্যাপেল সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। ইতিমধ্যেই এই অ্যাপের বিভিন্ন ওয়েব সিরিজ মানুষকে আকর্ষণ করেছে। এবার দেখার ‘পেয়াসি পুষ্পা’ মানুষের মনে কতখানি হিল্লোল জাগাতে পারে।