বর্তমানে সিনেমার পাশাপাশি অত্যন্ত ভাবে মানুষের কাছে চলে এসেছে ওয়েব সিরিজ। এমন অনেক সিনেমা প্রেমী আছেন, যাঁরা এখন সিনেমা ছেড়ে দিয়ে ওয়েব সিরিজেই মজেছেন। বাংলা হিন্দি সহ বহু ভাষায় ওয়েব সিরিজ তৈরি করা হয়। দর্শক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওয়েব সিরিজের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার সময় গৃহবন্দী মানুষের বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছিল এই ওয়েব সিরিজ। সেই থেকে নেশা লেগেছে মানুষের। আর একবার যে নেশা লাগে তা ছাড়ানো সত্যিই খুব মুশকিল।
(ads1)
ওয়েব সিরিজ জগতে সবথেকে বেশি প্রসিদ্ধ অ্যাডাল্ট ওয়েব সিরিজ। সকলের সাথে দেখতে অসুবিধা হলেও নিজের মুঠোফোনে একা বসে দিব্যি উপভোগ করা যায়। উল্লু, প্রাইম, কোকু প্ল্যাটফর্ম গুলিতে নিত্যদিন রিলিজ হচ্ছে বিভিন্ন ওয়েব সিরিজ, যা সহজেই দেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।
(ads2)
বর্তমানে ওয়েব সিরিজ জগতের নায়িকা আলিয়া নাজ অত্যন্ত বিখ্যাত। তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছেন। প্রাইম শর্টস-এ তাঁর যৌনতাপূর্ণ ওয়েব সিরিজ ‘মিস টিচার’ কিছুদিন আগেই রিলিজ করেছে। সেখানে লাস্যময়ী রূপে ধরা দিয়েছে আলিয়া। ওয়েব সিরিজটিতে টিচারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ক্লাসের বহু ছাত্রের সঙ্গে একাধিক বোল্ড দৃশ্য অভিনয় করতে দেখা গিয়েছে আলিয়াকে।
(ads1)
ওয়েব সিরিজের পর্দার মতো সাধারণ জীবনেও তিনি অত্যন্ত সুন্দরী। তাঁর ইন্সটাগ্রাম ফলো করলেই মোহময়ী রূপের বহু ছবি আপনারা পেয়ে যাবেন। বর্তমানে তার ফ্যান ফলোয়ার প্রচুর বৃদ্ধি পেয়েছে। এই ওয়েবসাইটের হাত ধরে তিনি এখন ট্রেন্ডিং নায়িকা।