আলু পোস্ত গার্ল রিম্পিকে নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। গ্রামে বসে আলু পোস্ত রান্না করার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তাঁর রান্নার থেকেও দর্শকেরা মজে ছিলেন তাঁর লাবণ্যে। তাঁর লাস্যময়ী রূপে পাগল হয়েছিল যুবসমাজ। সেই ভিডিও এতটাই ভাইরাল হয় যে, তাঁকে দিয়ে মিউজিক ভিডিওতে নাচ পর্যন্ত করানো হয়।
অবশ্য তাঁর আলু পোস্তর ভিডিওর জন্য ট্রোলের স্বীকারও হতে হয়েছে তাঁকে। ট্রোল ছাড়াও কমেন্ট সেকশনে চটুল মজার ঝড়ও উঠেছিল। ট্রোলের আরো একটি বড় কারণ ছিল যে, তাঁর আলু পোস্তর ভিডিওতে সম্পূর্ণ রান্না দেখানো হলেও রান্নার সময় বন্ধ হয়েছিল গ্যাস। এই ট্রোলকে হাতিয়ার করেই রিম্পি আরও ভাইরাল হন। এবার তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাটির উনুনে বাঁধাকপির পকোড়া (Cabbage Pakoda) রান্না করছেন রিম্পি। সমস্ত উপকরণ সাজিয়ে একটি গাছের তলায় রান্না করতে বসেছেন। পিছন থেকে দেখা যাচ্ছে একটি পুকুর। রিম্পির পরনে আছে সী গ্রীন (Sea green) কালারের শাড়ি এবং একটি স্লিভলেস ব্লাউজ। শাড়ি এবং ব্লাউজের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর বক্ষ যুগল। এই সাজ রিম্পিকে মোহময়ী করে তুলেছে। ভিডিওতে রান্নার থেকেও তাঁর পোশাক পরার ধরন মানুষকে বেশি আকর্ষণ করেছে।
ভিডিওটিতে অসংখ্য ভিউজ এসেছে। লাইক সংখ্যাও প্রচুর। কমেন্ট সেকশন ভরে গিয়েছে বিভিন্ন ধরনের কমেন্টে। তবে সেই কমেন্ট যে রান্না কে কেন্দ্র করে নয়, রিম্পির সাজ পোশাক কে কেন্দ্র করেই তা বলাই বাহুল্য।