চলচ্চিত্রপাড়ায় রহস্যের ঢল, নির্মাতা রায়হান রাফি ও চিত্র নায়িকা বুবলীকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা।
সম্প্রতি হালের অন্যতম জনপ্রিয় এই ঢালিউড অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তিনি চিত্র নায়ক শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছেন, যা সুপার হিট হয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে প্রায় এক ডজনের মতো সিনেমা।
এই বিষয়ে বুবলী বলেন, ‘এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে। এছাড়া সামনে আরো কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এই ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে।’
তিনি বলেন, আসলে যারা নিউজগুলো ছড়াচ্ছেন তারা কোনো না কোনো ইন্ধন থেকে করছেন। মূলত, আমার ক্যারিয়ারের শুরুতে যারা ব্যাঘাত ঘটাতে চেয়েছে তারাই কিছুদিন পরপর এ ধরনের গুজব সামনে নিয়ে আসছেন। বাংলাদেশ প্রতিদিন
তিনি আরও বলেন, ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে যেনো সংবাদ প্রকাশ করা হয়। আর তা যদি না করা হয়, তাহলে তিনি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।