সিনেমা সিরিয়ালের পাশাপাশি কোন অংশেই বাদ যায় না ওয়েব সিরিজ। এখনকার যুগের জেনারেশন সিরিয়াল সিনেমার থেকে বেশি করে আড়ি পেতে বসে থাকে ওয়েব সিরিজের জন্য।আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।
(ads1)
বাংলা এবং হিন্দি টেলিভিশনে বেশ কিছু এডাল্ট ওয়েব সিরিজ অ্যাপস রয়েছে।প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করেতেই থাকে। সব থেকে বেশি জনপ্রিয়তা পায় যৌনতা ভরা ওয়েবসিরিজ গুলো।
উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি অ্যাপগুলিতেপ্রতিদিন কোন না কোন ওয়েব সিরিজ রিলিজ করে। চরমসুখ ক্যাটাগরি এবং পালং টড ক্যাটাগরির ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যেগুলি উল্লুর ওয়েব সিরিজ।এছাড়াও এই তালিকাতে রয়েছে ওলট বালাজি এবং এমএক্স প্লেয়ার এর বিভিন্ন ওয়েব সিরিজ।
(ads2)
তবে এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলির মধ্যে বেশ কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো ভুলেও দেখবেন না পরিবারের সাথে। এই বিশেষ তিনটি ওয়েব সিরিজ যেটি কামুকতাই ভরে উঠেছে। তাই যদি আপনিও হয়ে থাকেন কামুকপ্রবণ মানুষ তবে নিম্নে বর্ণিত ওয়েব সিরিজ গুলো আপনার জন্যই বানানো। যদি এখনো না দেখে থাকেন চটজলদি গিয়ে দেখে নিন এবং উপভোগ করুন কামুক তাকে।
১) কামসুত্র 3D :-
কামসূত্র 3D নামক একটি ওয়েব সিরিজ রিলিজ হয় যাতে প্রায়ই প্রত্যেক দৃশ্যই কামউত্তেজক। ২০১২ সালে আভা পাল অভিনীত এই ওয়েব সিরিজটি অন্তরঙ্গতার নিরিখে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। রুপেশ পাল পরিচালিত কামাসূত্র থ্রিডি ওয়েব সিরিজটি কামুকপ্রবণ দর্শকদের জন্য একদম পারফেক্ট যারা সাহস এবং কামুক বিষয়বস্তু দেখতে চান।
২) গান্দি বাত:-
অন্তরঙ্গতার নিরিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গন্দি বাত ওয়েব সিরিজটি।ওলট বালাজির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ হল এটি।সাহসিকতা এবং অন্তরঙ্গ দৃশ্য এই শব্দবন্ধ ব্যবহার করলেই যে দুই অভিনেত্রীর কথা প্রথমে মাথায় আসে তারা হলেন ফ্লোরা সাইনি এবং আনবেশি জৈন। খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল তাদের যার কারণে এর প্রতিটি এপিসোডি হয়েছিল ব্যাপক হিট। অতিরিক্ত সাহসী হয়ে খোলামেলা দৃশ্যে অভিনয় করার জন্য দুই সুন্দরীকেই পড়তে হয়েছিল নেটিগদের চর্চার মুখে।
(ads1)
৩) ললিতা পিজি হাউস:-
আরো একটি চরিত্রে আরো একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায় আভা পালকে। আসলে তিনি সাহসী কামুক ভঙ্গিকে এমনভাবে ফুটিয়ে তোলেন যা দেখে মানুষজন বারবার তাকে দেখতে চায়। আভার ললিতা পিজা হাউস নামে একটি ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা যায় যেখানে প্রায় প্রতিটি দৃশ্যই বোল্ড। এই ওয়েব সিরিজ টা তো দেখা যায় আভা পাল অর্থাৎ ললিতা একটি অবিবাহিত মেয়ে যে নিজের পেট চালাবার জন্য এবং সংসার টানার জন্য একটি পিজি খুলে বসে, যা একটা অবিবাহিত মেয়ের পক্ষে চালানো খুবই কষ্টকর ছিল কিন্তু বোল্ড কুইন আভা পাল নিজের চরিত্রটিকে ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছিলেন।