ওটিটি যুগে এখন অভাধ যৌনতা দেখা যায়। কারণ সিরিজের গল্প কিংবা কলাকুশলীদের সবাই পছন্দ করেন। সেই কারনেই একের পর এক হট ও যৌনতায় পরিপূর্ণ সিরিজ এখন আপনারা দেখতে পারেন। বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও অভিনেত্রী নয়না গাঙ্গুলী (Naina Ganguly) তাদের ওয়েব সিরিজের সিন গুলিতে কার্যত আগুন ধরিয়েছেন। এক নয় বরং আলাদা আলাদা দুটি সিরিজে তাদের দেখা গিয়েছিলো অভিনয় করতে। আজ এই প্রতিবেদনে সেই দুটি সিরিজের সম্পর্কে আপনাদের বলবো।
(ads1)
খবরের আপডেট এখন আপনার হাতের মুঠোয়
১) Paying Guest Season 1:
সিরিজটির প্রথম সিজন এমএক্স-প্লেয়ারের মাধ্যমে রিলিজ করেছিল। তবে এই সিরিজ হিন্দিতে নয় বরং ‘হইচই’ অ্যাপের মাধ্যমে বাংলা ভাষায়(দুপুর ঠাকুরপো) রিলিজ করেছিল। ২০১৭ সালে হিন্দি ভাষায় পেয়িং গেস্ট সিরিজটি রিলিজ করে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী তার ফিগার ও লাস্যময়ী অভিনয়ে সবার মন মাতিয়ে তুলেছিল। এই সিরিজটি আপনি এখনই সম্পূর্ণ বিনামূল্যে এমএক্স প্লেয়ারের পর্দায় দেখতে পাবেন।
(ads2)
২) Hello Mini:
হ্যালো মিনি সিরিজও ব্যাপক জনপ্রিয়তায় ভরপুর একটি সিরিজ। সিরিজে অভিনেত্রী নয়না গাঙ্গুলী খোলামেলা দৃশ্য অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। এই সিরিজটি ও MX-Player -র মাধ্যমে রিলিজ করেছিল। এখনও দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে চর্চার শেষ নেই।তাই সময় নষ্ট না করে এমএক্স প্লেয়ারের মাধ্যমে সিরিজটি সম্পূর্ণ বিনামূল্যে দেখুন এক্ষুনি।