আজ অর্থাৎ ২৯ সে জুলাই সিনেপ্রাইম (Cineprime) অ্যাপের মাধ্যমে সামনে আসলো তাদের নতুন ওয়েব সিরিজ। ‘এক ফুল তিন মালি’ (Ek Phool Teen Mali’ সিরিজ ইতি মধ্যেই দর্শকদের সামনে বিখ্যাত হয়ে উঠেছে। অ্যাডাল্ট এই সিরিজে ঘাম ঝরানো সব রসদই বর্তমান আছে। দুটি এপিসোডের এই সিরিজ শুধুমাত্র হিন্দি ভাষাতেই রিলিজ করবে। সিরিজের নামের সাথেই তাল মিলিয়ে গল্প দুর্দান্ত সাজিয়েছে নির্মাতারা।
(ads1)
সিরিজের গল্প তৈরী হয়েছে প্রিয়াঙ্কা নামের এক মেয়েকে কেন্দ্র করে। যার বিয়ের জন্য ছেলের বাড়ি থেকে দেখতে আসে। একটা ঘরে গিয়ে প্রিয়াঙ্কা ও তার হবু বর কথা বলে। তখন প্রিয়াঙ্কা তাকে জানায় সে বিয়ের আগে তার হবু স্বামীকে একবার কিস করতে চায়। কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। পরে দেখা যায় প্রিয়াঙ্কার দেওর ও তার শশুরের সাথে আগে থেকেই তার সম্পর্ক ছিল। দেদার শারীরিক সম্পর্ক চলতে থাকে।
(ads2)
এক সাথে তিন জনের সাথে সম্পর্ক কিভাবে চালাবে সে? তা আপনারা দেখতে পাবেন এই সিরিজের মাধ্যমে। কিন্তু তার আগে অবশ্যই আপনারা সিনেপ্রাইম অ্যাপের সাবস্ক্রিপশনটা নিয়ে নিন। এর আগে ‘Mami No 1’ ও ‘Rajni Kand’ সিরিজ রিলিজ করেছিল সিনেপ্রাইমের পক্ষ থেকে। তাই ‘এক ফুল দো মালি’ সিরিজ দেখার সাথে সাথেই বাকি সিরিজ গুলিও অবশ্যই দেখুন।
এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।