বর্তমানে বেশিরভাগ ওয়েব সিরিজ মানেই উষ্ণতার ছোঁয়া তাতে রোমান্স থেকে ভরপুর তবে এবার সম প্রেমের গল্প নিয়ে এলো ‘উল্লু’। ‘জাল’ ‘তওবা তওবা’র আনার পর এবার উল্লু নিয়ে এলো নতুন গল্প ‘তিতলিয়া’। ইতিমধ্যে প্রথম ওয়েব সিরিজটি এসে গেছে তা দেখে আকর্ষিত হয়েছেন দর্শকমহল। দর্শকদের টানটান উত্তেজনা দেখেই দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছেন নির্মাতারা।
(ads1)
আসন্ন দ্বিতীয় পর্বের ট্রেলার রিলিজ হয়েছে উল্লুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জী। এছাড়াও ওয়েব সিরিজেবন্যা সিং রাজপুত, সুহানা খানের মতো একাধিক অ্যাডাল্ট সেগমেন্টের জনপ্রিয় অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে।
গল্পটি মূলত আবর্তিত হচ্ছে প্রতীক নামক এক ব্যবসায়ীর জীবন নিয়ে। প্রতীকের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন সেক্রেটারি হিসেবে জয়েন করে সোফিয়া। কিন্তু প্রতীক সোফিয়াকে তার প্রেমিক জিমির সাথে শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। সেই ভিডিও দেখে সোফিয়া মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে কিন্তু এই অবস্থায় প্রতীকের স্ত্রী তানিয়া সোফিয়াকে বন্ধুর মতো করে সামলায়। তানিয়া এবং সোফিয়া খুব কাছের বন্ধু হয়ে ওঠে এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভিন্ন সম্পর্কের জন্ম হয়।
(ads2)
দ্বিতীয় পর্বে সোফিয়া নিজে থেকেই বিয়ের জন্য খোলা বিচের মধ্যে প্রপোজ করে তানিয়াকে এবং তানিয়াও সসম্মতি জানায় সেই সম্পর্কে! তবে কি বিয়ে হবে সোফিয়া ও তানিয়ার? সত্যিটা প্রকাশ্যে এলে কি পরিণতি হবে এই সম্পর্কের?
এই সকল প্রশ্নের উত্তর পেতে আগামী ২৯শে জুলাই উল্লুর পর্দায় চোখ রাখুন। এই আসন্ন ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বটি হিন্দি সহ সর্বমোট ৬টি ভাষায় লঞ্চ করা হয়েছে। তাই আর দেরি না করে এখুনি উল্লু-এর সাবস্ক্রিপশন নিয়ে ফেলুন । সেই সঙ্গে উপভোগ করুন ‘তিতলিয়া’র দ্বিতীয় পর্ব! এছাড়াও অন্যান্য ওয়েব সিরিজ আপনারা দেখতে পাবেন।