ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে (Ullu) সম্প্রতি রিলিজ হয়েছে ‘প্রভা কি ডায়েরি-হানিমুন স্পেশাল’ (Prabha Ki Diary-Honeymoon Special) ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। এই ওয়েব সিরিজ মুক্তির পর থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।
(ads1)
ইদানীং ভারতের বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজগুলি প্রাপ্তবয়স্ক বিনোদনের উপাদান হিসেবে অন্যতম। বেশ কিছু ওয়েব সিরিজেই এখন যথেষ্ট পরিমাণে খোলামেলা যৌনতামূলক দৃশ্যের উপস্থিতি থাকে।
(ads2)
ভারতে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যার প্রায় প্রতিটি ওয়েব সিরিজেই প্রচুরসংখ্যক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্য থাকে। এই সব ওয়েব সিরিজ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের (১৮+) জন্যই তৈরি করা হয়ে থাকে। তেমন এক নির্দিষ্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল ‘উল্লু’ (Ullu)। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রতিটি ওয়েব সিরিজই দর্শকদের রাতের ঘুম কেড়ে নেয়। ‘উল্লু’ অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে নিলে প্রাপ্তবয়স্ক বিনোদনের এক অন্য দুনিয়া আপনার সামনে হাজির হবে।
(ads1)
‘উল্লু’-তে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রভা কি ডায়েরি-হানিমুন স্পেশাল’ (Prabha Ki Diary-Honeymoon Special)-এর দ্বিতীয় সিজন। অভিনয়ে রয়েছেন পামেলা মন্ডল (Pamela Mondal), মৈত্রিক ঠক্কর (Maitrik Thakkar), নাজ খান (Naaz Khan)। স্বামী-স্ত্রীর সম্পর্কের পারস্পরিক রসায়নকে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে এই সিরিজ।
সিরিজের নামেই যখন ‘হানিমুন স্পেশাল’, তখন সিরিজে যে একাধিক অন্তরঙ্গ ও রোম্যান্টিক দৃশ্য থাকবে তা আর আলাদা করে বলার দরকার নেই। খোলামেলা ও ঘনিষ্ঠ সেইসব দৃশ্যে অভিনেতাদের জমজমাট রসায়ন দর্শকদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে। ভুলেও বাড়িতে কারোর সামনে দেখবেন না এই সিরিজ।