তবে এই সিরিজটি হতে চলেছে সবার থেকে আলাদা। কারণ সিরিজের গল্প অনুযায়ী এক চুড়ি বিক্রেতা সম্পূর্ণ গ্রামে সাইকেল করে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করেন। শুধু তাই নয় গ্রামের মহিলাদের চুড়ি পড়ানোর নাম করেই তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়ান তিনি। গ্রামের সব মহিলাদের সাথেই তার সম্পর্ক আছে। তবে নাম না দেওয়া এই সম্পর্কের পরিণতি কি হবে?
(ads2)
উল্লু(Ullu) সবসময় তাদের দর্শকদের খেয়াল রাখে। যে কারণে আবারো উল্লুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের তরফ থেকে গতকাল তাদের নতুন সিরিজের ট্রেলার সামনে আনা হয়েছে। সিরিজের নাম ‘চুড়িওয়ালা’ (Choodiwala)। সিরিজের মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া নাজ (Aliya Naaz) ও পল্লবী দেবনাথ (Pallavi Debnath)। তারা দুজনেই আগেও অ্যাডাল্ট ওয়েব সিরিজে কাজ করেছেন।
(ads1)
৫ ই জুলাই উল্লুর অফিসিয়াল ওয়েব সাইটের থেকে এই সিরিজটি আপলোড করা হয়েছে । ২টি এপিসোডের এই সিরিজটি কার্যত লজ্জার সব বাঁধ ভেঙে দেবে অনায়েসেই। আলিয়া ও পল্লবী দুজনেই তাদের শরীরের সাহায্যে উষ্ণতা বাড়াবে অনেকগুন। তাড়াতাড়ি উল্লুর সাবস্ক্রিপশন নিয়ে নিন তাহলেই ৫ তারিখ ‘চুড়িওয়ালা’ সিরিজটি দেখতে পাবেন।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।