বিখ্যাত প্রাইমশট অ্যাপের মাধ্যমে আবারো সামনে আসলো নতুন একটি ওয়েব সিরিজের ট্রেলার। এই অ্যাপের মাধ্যমে দিন কয়েক আগে ‘Seal 4’, ‘Shilajit’ -এর মতো হট সিরিজ দেখতে পাওয়া গিয়েছিলো। তাই নির্মাতারা আবারও একবার দর্শকদের ঘাম ঝরাতে হাজির হয়েছে ‘Shaukeen Uncle’ সিরিজ নিয়ে। গতকাল সকালেই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিরিজের ট্রেলার আপলোড করা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের সব থেকে চেনা মুখ অভিনেত্রী আলিয়া নাজ (Aliya Naaz)।
(ads1)
বলার অপেক্ষা রাখে না ঠিক কতটা উষ্ণতায় মাখা থাকবে সিরিজের সিন গুলি। গল্প অনুযায়ী এক বয়স্ক ব্যক্তি জিনি সবসময় রেগে থাকেন। প্রচুর টাকা, অনেক গুলো ফ্ল্যাট আছে যেগুলি ভাড়া দেয়। তবে নিজের জীবনে কোনো মানুষ নেই। কিন্তু একদিন তার বন্ধু তাকে বলে সেক্স করলেই তার জীবন থেকে রাগ কমে যাবে।
যে কারণে সে মেয়ে খুঁজতে থাকে। এই সময়েই আলিয়া আসে তার একটি ফ্ল্যাট ভাড়া নিতে। সাথে সাথে সাথেই পছন্দ হয়ে যায় তার। এবার কি তবে তার সম্পর্ক তৈরী হবে? তা জানতে হলে দেখুন Shaukeen Uncle সিরিজটি।
(ads2)
প্রাইমশট অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। দুটি এপিসোডের এই সিরিজ হিন্দি ভাষায় রিলিজ হবে। তবে এখনও রিলিজ তারিখ কিছু জানা যায়নি। প্রথম থেকেই ট্রেলার দেখে হট সিনের কারণে হিট হয়ে উঠেছে এই সিরিজ দর্শকদের কাছে।
তাই আর দেরি না করে আজই প্রাইমশটের সাবস্ক্রিপশন নিয়ে এখনই তৈরী থাকুন সবার প্রথমে এই সিরিজ উপভোগ করার জন্য। কিন্তু কোনো মতেই পরিবারের সামনে কিংবা ১৮ বছরের কম বয়সীরা দেখবেন না এই সিরিজ।