লাইম লাইটে থাকা বলিউড (Bollywood) অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে অপার কৌতুহল। ব্যক্তিগত জীবনে এসব অভিনেতা অভিনেত্রীরা ঠিক কেমন তা নিয়ে সাধারণ মানুষদের আগ্রহ থাকে চরম। তবে এই গ্ল্যামার ওয়ার্ল্ডের এই সমস্ত তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন চর্চা হয়। মাঝেমধ্যেই এসমস্ত তারকাদের নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন ওঠে।
এক কথায় বলতে গেলে বলিউডের এই সমস্ত তারকাদের জীবন হলো অপার রহস্যে মোড়া। তাঁদের জীবনকে কেন্দ্র করে কোনো খবর ফাঁস হলেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভাইরাল হয়ে যায়। তাঁদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন গোপন তথ্য জেনে রীতিমতো অবাক হয়ে যায় দর্শকরা। আজ এই প্রতিবেদনে এমন কিছু বলিউডি অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে।
(ads1)
নব্বইয়ের দশকে বলিউডের অনেক হিট ছবির অভিনেত্রী ছিলেন করিশমা কাপুর (Karisma Kapoor)। তৎকালীন সময়ে তাঁর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। সেই সময়ে তিনি একের পর এক ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। পরপর পাঁচটি সিনেমাতেই এই হিট জুটি একসাথে কাজ করে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন।
তবে শোনা যায় এই সম্পর্ক নিয়ে বরাবরই অজয় দেবগন খুব একটা সিরিয়াস ছিলেন না। এই পরিস্থিতিতে একদিন অজয় দেবগন (Ajay Devgn) এবং কাজলকে (Kajol) খুব ঘনিষ্ঠ অবস্থায় বেডরুমে দেখতে পান করিশমা কাপুর। আর সেই থেকেই তাঁদের সম্পর্কের ভাঙ্গন ধরে। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৯ সালের তনুজা কন্যা কাজলকে বিবাহ করেন অজয় দেবগন।
(ads2)
তবে অজয় দেবগন এবং কাজলের মতো একটা সময় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং শাহিদ কাপুরকে (Shahid Kapoor) নিয়ে বলিউডে কম গুঞ্জন হয়নি। ২০১১ সালে হঠাৎ করে সকাল সাতটা নাগাদ ইনকাম ট্যাক্স অফিস থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে রেড করতে আসে। অত সকালে অভিনেত্রীর বাড়ি দরজা খুলেছিলেন অভিনেতা শহীদ কাপুর।
(ads1)
তবে তাঁর বাড়ি খুব কাছে হওয়ার জন্য তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে চলে যান। তবে অত সকালে এই দুই অভিনেতা অভিনেত্রী একসঙ্গে কি করছিলেন এই নিয়ে নেটিজেনদের মনে অপার কৌতূহল রয়েছে।
এছাড়া বলিউডে আবারও এক অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের কথা নিয়ে অত্যন্ত আলোচিত হয়েছিল। তৎকালীন সময়ে সুস্মিতা সেন (Sushmita Sen) এবং সঞ্জয় দত্তের (Sanjay Dutt) গোপন সম্পর্কের কথা হয়তো অনেকেরই অজানা নয়। একটা সময়ে সুস্মিতা এবং সঞ্জয় দত্ত একে অপরের অত্যন্ত কাছে চলে এসেছিলেন। এমনকি তাঁরা বিদেশে একসাথে বেড়াতে যান। সেখানে একটি রুমে এক সাথে থাকতে শোনা গিয়েছিল। মিডিয়া রিপোর্টে সেই সময়ে সঞ্জয় দত্ত এবং সুস্মিতা সেনকে হাত ধরে একসাথে হোটেলের রুম থেকে বেরোতে দেখা গিয়েছিল।
বলিউডের জনপ্রিয় অভিনেতা এক কথায় নানা পাটেকার (Nana Patekar)। এই অভিনেতাও একাধিক বার বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তৎকালীন সময়ে মনীষা কৈরালা এবং নানা পাটেকারের প্রেমের খবর কারোরই অজানা নয়। কিন্তু একটা সময়ে একবার হোটেলের রুমে নানা পাটেকার এবং আয়েশা জুলকাকে হাতেনাতে ধরে ফেলে ছিলেন মনীষা। তাই পরবর্তীকালে তাঁদের মধ্যে ও সম্পর্ক আর টেকেনি।
(ads2)
সর্বশেষে আসা যাক বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা (Govinda) সম্পর্কে বেশকিছু গুঞ্জন উঠেছিল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী সাথে তিনি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। একটা সময় ‘হাদ কার দি আপনে ‘ ছবির শুটিংয়ের পর এই দুই জুটি একে অপরের কাছে চলে আসেন। একটা সময় গোবিন্দকে রানী মুখার্জির বেড রুম থেকে বের হতে দেখা যায়।
কিন্তু সেই সময় গোবিন্দা বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের বাবা ছিলেন। সুতরাং গোবিন্দার পক্ষে সেই সময়ে ডিভোর্স করা কোন ভাবেই সম্ভব ছিলনা। আর হয়তো সেই কারণেই গোবিন্দ এবং রানী মুখার্জির সম্পর্কও পরিণতি পায়নি।