কামুক কিংবা যৌন আবেদন মূলক কনটেন্ট এখন প্রচুর আছে। প্রতিদিন শত শত নতুন সিরিজ কিংবা সিনেমা রিলিজ করে। তবে ওয়েব সিরিজের চাহিদা এখন সব থেকে বেশি। যে কারণে গত পাঁচ বছরে ওটিটি কনটেন্ট এর মধ্যেই মজেছেন দর্শকেরা। যৌনতায় ও রোমান্স ভরপুর সিরিজ গুলি সব থেকে বেশি হিট করেছে। তেমনই ২০১৯ সালে রিলিজ করেছিল উষ্ণতায় ভরপুর সিরিজ ‘ভার্জিন ভাস্কর’ (Virgin Bhaskar)।
(ads1)
সিরিজে অভিনয় করেছিল অনন্ত ভি জোশি (Anant V Joshi)। সিরিজের গল্পটা বেশ মজার ও উষ্ণতায় পরিপূর্ণ। ভাস্কর বলে একটি ছেলে যে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে তার পড়াশুনায় তেমন মন নেই। সে বিভিন্ন ধরণের কামুকতায় পরিপূর্ণ গল্প ভাবে ও সেগুলি লেখে। এমন করতে করতেই সে একটি মেয়ের প্রেমে পরে যায় যার নাম বিধি। তবে সে বিধিকে তার গল্প লেখার বিষয়ে কিছু জানায়নি। সে কি জানতে পারবে কোনোদিন?
(ads2)
তা যদিও আপনারা দেখতে পারবেন ভার্জিন ভাস্কর সিরিজের মধ্যে। Alt Balaji ও Zee 5 -এর যৌথ উদ্যোগে তৈরী হয়েছে এই সিরিজ। প্রায় সব সিন উষ্ণতা বাড়াবে আপনার। ২০২০ সালে আবার ‘ভার্জিন ভাস্কর ২’ রিলিজ হয়। আপনারা Alt Balaji কিংবা Zee 5 -র সাবস্ক্রিপশন নিলে তাহলেই অনায়েসেই এই সিরিজ দেখতে পাবেন। তবে পরিবারের সামনে ভুলেও দেখবেন না যেন।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।