ওয়েব দুনিয়ার রমরমা মার্কেটে এখন প্রায় সকলেই স্টার। মানুষ ধারাবাহিক, সিরিয়াল ছেড়ে এখন চোখ রাখছেন ওয়েব সিরিজের পর্দায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ওয়েব সিরিজের (Web series) অভিনেতারা এখন সুপারহিট।
(ads1)
বোল্ড অবতারে অভিনয় করেছেন তারকারা, ফলে দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন এঁরা। সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজের তালিকায় এসেছে ‘লাস্ট স্টোরিজ’ (Lust Stories)। সিরিজটি আগে মুক্তি পেলেও এর কিছু দৃশ্য এখন ভাইরাল। প্রতিদিন বহু মানুষ ভিজিট করছেন এই ধরনের বোল্ড ওয়েব সিরিজের পাতায়।
(ads2)
অভিনয়ে রয়েছেন কিয়ারা আডভানি, রাধিকা আপ্তে ও ভূমি পেদনগন। প্রায় প্রতিটি সিনে রয়েছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। রাতের ঘুম কাড়তে পারে ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজ। এই সিরিজ কোনোভাবেই ছোটদের জন্য নয়। একমাত্র প্রাপ্তবয়স্করাই চোখ রাখতে পারেন লাস্ট স্টোরিজে (Lust stories web series)।
(ads1)
ALT Balaji প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজটি। চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন অথবা অ্যাপটি নামিয়ে সাময়িক আনন্দ উপভোগ করতে পারেন। আপনি যদি এই ওয়েব সিরিজটি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই একান্তে মনোযোগ সহকারে ওয়েব সিরিজটি দেখে ফেলুন।