Mrs Teacher Web Series: এখন তো ওটিটির যুগ। প্রতিদিন একটু ওয়েব সিরিজ না দেখলে কি চলে! মাঝেমধ্যে আবার ঘাম ঝরানো কিছু সিরিজ দেখতেও ইচ্ছে করে। এখন এমনিতেই অ্যাডাল্ট সিরিজের রমরমা। দর্শকদের চাহিদার উপর নির্ভর করেই তৈরি হয় সিরিজের গল্প।
(ads1)
যেমন কয়েকদিন আগেই ‘Mrs Teacher’ রিলিজ হয়েছে প্রাইম শট ওটিটির মাধ্যমে। এই সিরিজে রয়েছে বেশ কিছু ‘হট সিন’।
নায়িকা Aliya Naaz-র চরম উষ্ণতায় পরিপূর্ণ কিছু হট সিনের দেখা মিলেছে এখানে। সিরিজের ট্রেইলার সামনে আসা মাত্রই নেটিজেনদের মধ্যে আলোড়ন পরে যায়। ৫ই মার্চ সিরিজটি রিলিজ হয়। তারপরে সবার মন জয় করে নিতে আলিয়া টিচারের খুব একটা বেশি সময় লাগেনি। গল্প ছিলো ব্যাপক যা রাতের ঘুম কেড়ে নিয়েছে সবার অজান্তেই।
(ads2)
টিচার আলিয়া নতুন এসেছেন শহরে। তাঁর কাছে পড়লে দারুণ রেজাল্ট হয়। এক বাবা তাঁর ছেলেকে নিয়ে যান সেই শিক্ষিকার কাছে। এর পরেই ছেলের রেজাল্ট হয় দারুন। তাঁর বাবার কাছে যা অপ্রত্যাশিত। শিক্ষিকার কাছে কী এমন এক স্পেশাল ব্যাপার রয়েছে, যাতে ছাত্ররা পড়াশুনা করতে বাধ্য হয়? জানতে হলে দেখতেই হবে এই সিরিজ।