Rabbit অ্যাপের মাধ্যমে আবারো রিলিজ করলো দুর্দান্ত ‘টোটকা’ (Totka) ওয়েব সিরিজে। এই অ্যাপ ‘Kangan’, ‘Pathshaala 2’ এর মতো হট সিরিজ রিলিজ করেছিল আগেই। তারপরেই আবার একবার দর্শকদের ঘাম ঝরাতে হাজির হয়েছে টোটকা সিরিজ নিয়ে। তবে সিরিজের কলাকুশলী সম্পর্কে নির্মাতারা এখনও কিছু জানাননি। খুব তাড়াতাড়ি যদিও সে বিষয় আপনাদের জানিয়ে দেওয়া হবে।
Rabbit অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। দুটি এপিসোডের এই সিরিজ হিন্দি ভাষার মাধ্যমে গত ১৫ ই জুলাই রিলিজ হয়ে গেছে। প্রথম থেকেই ট্রেলার দেখে হট সিনের কারণে হিট হয়ে উঠেছে এই সিরিজ দর্শকদের কাছে। তবে আর দেরি করা উচিত হবে না সাবস্ক্রিপশন নিয়ে দুর্দান্ত এই সিরিজ আজই দেখে ফেলুন। কিন্তু কোনো মতেই পরিবারের সামনে কিংবা ১৮ বছরের কম বয়সীরা দেখবেন না এই সিরিজ।
বলার অপেক্ষা রাখে না ঠিক কতটা উষ্ণতায় মাখা থাকবে সিরিজের সিন গুলি। গল্প অনুযায়ী এক গ্রামে বাস করে ইচ্ছাধারী বাবা। যে নিজের চোখে ভূত দেখতে পায়। সেই ভূত তাড়ানোর নামে বিভিন্ন মেয়েরা তার কাছে যায় ও সে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে। তবে একসময় গ্রামের সবাই কি জানতে পারবে সেই বাবার আসল পরিচয়? আপনারা অবশ্য জানতে পারবেন সম্পূর্ণ সিরিজ দেখার পরে।