ভারতে এখন ওটিটি -র চাহিদা সব থেকে বেশি। সিনেমার থেকে মানুষেরা ওয়েব সিরিজের(Web Series) দিকে বেশি ঝুকেছেন। যেমন সুন্দর গল্প তেমনই কলাকুশলীদের অভিনয় দক্ষতা বেশি ফুটে ওঠে সিরিজের মাধ্যমে। সাথেই সিরিজের প্রচুর সিনে থাকে অবাধ যৌনতা যে কারণে দর্শকদের আরও পছন্দ হয় সেইসব সিরিজ। এখন এমন গল্প পাওয়া দুস্কর যেখানে যৌনতা নেই। তবে আজ আপনাদের এমন এক সিরিজের কথা বলবো যা কার্যত যৌনতার সব বাঁধ ভেঙে দিয়েছিলো।
(ads1)
তাছাড়াও এই সিরিজে দেখা মিলেছে মৃনাল দত্ত, অংশুল পাণ্ডে, বিনীত শর্মা প্রমুখ অভিনেতাদের। এই সিরিজটির আরও সিজনের জন্য দর্শকরা এখনও অপেক্ষায় আছেন। লেখক নভনীল চক্রবর্তীর ‘Stranger Trilogy’ গ্রন্থর ভিত্তিতে এই সিরিজটি তৈরী হয়েছে। লজ্জার সব বাঁধ অনুজা কার্যত এই সিরিজের মাধ্যমে বিসর্জন দিয়েছেন। যে কারণে ভুলেও পরিবারের কোনো সদস্য বা বাচ্চার সামনে দেখবেন না যেন।
(ads2)
Mx Player -র বিখ্যাত সিরিজ ‘হ্যালো মিনি’ (Hello Mini)। ২০১৯ সালে প্রথম সিজনটি রিলিজ হয়। অভিনেত্রী অনুজা জোশি ও প্রিয়া ব্যানার্জী প্রথম সিজনে ঘাম ঝরিয়েছে। তাদের দুজনের লেসবিয়ান সিন ও দেখা গেছে যা ব্যাপক দাগ কেটেছে নেটিজেনদের মনে। পরবর্তী ২০২০ ও ২০২১ সালে পর পর আরও দুটি সিজন সামনে আসে। সেখানেও অনুজার অভিনয় প্রশংশিত হয়।