রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। আগেও বহুবার অশ্লীলতা ছড়ানোর দায়ে সমালোচনা থেকে শুরু করে আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে।
তবে বরাবরের মতই কুছ পরোয়া নেই তার। তিনি নিজের মেজাজেই দিব্য রয়েছেন।
ব্রা পরতে তার মোটেই পছন্দ নয়, একথা আগেই সাফ জানিয়ে ছিলেন তিনি।
তবে এই দিন ব্রা ছাড়াই রাস্তায় বেরিয়ে ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে একের পর এক পোজ দিয়ে গেলেন মালাইকা অরোরা।
রবিবার মুম্বইয়ে মিস ইন্ডিয়া (Miss India) অনুষ্ঠানে পৌঁছেছিলেন মালাইকা।
মালাইকা আসার সঙ্গে সঙ্গে সব ক্যামেরা তার দিকে ঘুরে যায়।
পাপরাজিদের ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে তার অন্তর্বাসহীন ডিপ নেকলাইন টপের মাঝখান দিয়ে বেরিয়ে এলো বক্ষযুগল।
আর এই কাটাফাটা পোশাকে মালাইকা অরোরাকে দেখে বেজায় ক্ষেপেছেন নেটিজেনরা।
অশ্লীলতা ছড়ানোর দায়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। অনেকে আবার নায়িকার সাহসিকতার প্রশংসা করতেও ভোলেননি।
মিস ইন্ডিয়া অনুষ্ঠানে সোনালি রঙের ডিজাইনার ট্রান্সপারেন্ট গাউন পরে গিয়েছিলেন মালাইকা।
স্বচ্ছ পোশাকের সঙ্গে হালকা মেকআপ করেছিলেন মালাইকা। এ ছাড়া লুক কমপ্লিট করতে চুল খোলা রেখেছিলেন তিনি।
পোশাকটিকে একটি উৎকৃষ্ট এবং সমৃদ্ধ চেহারা দেওয়ার জন্য, তিনি গলায় একটি হালকা নেকপিসও পরেছিলেন।
সোনালি রঙের স্বচ্ছ পোশাকে বেশ আত্মবিশ্বাস নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে মালাইকাকে।