Laila O Laila Web Series: ডিজিমুভিপ্লেক্স আবারো একবার দুর্দান্ত ঘাম ঝরানো সিরিজ নিয়ে হাজির হয়েছে কিছু দিন আগে। গত ১৭ই জুন ‘লায়লা ও লায়লা’ (Laila O Laila) সিরিজ রিলিজ করেছিল ডিজিমুভিপ্লেক্স অ্যাপের মাধ্যমে।
(ads1)
দুর্দান্ত হট ও রোমান্স ভরপুর এই সিরিজ তা আর আলাদা করে বলার দরকার হবে না। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাডাল্ট সিরিজের পরিচিত মুখ মুসকান আগারওয়াল (Muskan Agarwal) ও রুকস খানদাগালে (Ruks Khandagale)।
সিরিজের গল্পের মধ্যে ছিলো প্রতি সিনে যৌনতার ছোঁয়া। গল্প অনুযায়ী শহরের সব থেকে বড় মহিলা গ্যাংস্টার যার নাম লায়লা। পুলিশের এসিপি কাজল নামের এক মহিলা পুলিশ অফিসারকে লায়লা কে গ্রেপ্তার করার কাজ দিয়েছে। কাজল তার জন্যই লায়লার সাথে বন্ধু করেছে। একদিন লায়লা তার কোল্ড্রিংসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে কাজল কে খাইয়ে দায় ও তার সাথে যৌন সম্পর্ক তৈরী করে।
(ads2)
যার ফলে কাজল পরে বুঝতে পারে লেডি ডন লায়লা একজন লেসবিয়ান। কিভাবে তাকে এবার ধরবে কাজল তা নিয়েই এগোবে গল্প। দুটি এপিসোডরে এই সিরিজ অবশ্যই দেখুন। কিন্তু তার আগেই আপনাদের ডিজিমুভিপ্লেক্স অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে অতি অবশ্যই। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রিপশন নিয়ে ডিজিমুভিপ্লেক্স -র পর্দায় দেখে ফেলুন ‘লায়লা ও লায়লা’।
এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।