Hot Web Series আবার একটি বোল্ড ওয়েব সিরিজ রাতের ঘুম কেড়েছে দর্শকদের। ১৪ এপ্রিল নেটদুনিয়ায় এই সিরিজটির ট্রেলার মুক্তি পেতেই সাড়া পড়ে গিয়েছিল চারদিকে। তখন থেকেই সিরিজটির জন্য অপেক্ষা করছিলেন দর্শক। ট্রেলারে স্পষ্টই বোঝা গিয়েছিল এই সিরিজে থাকতে চলেছে একাধিক যৌনদৃশ্য অথবা সাহসী ও খোলামেলা দৃশ্য।
(ads1)
করোনাকালীন পরিস্থিতিতে সমস্ত সিনেমা হল বন্ধ থাকায় সেই সময় থেকেই মানুষ ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছেন। ওয়েব সিরিজের মাধ্যমে বিভিন্ন রকম চিত্রনাট্য দর্শকদের উপহার দেওয়ার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য দেখানো সম্ভব হয় যা সিনেমায় ভারতীয় সেন্সর বোর্ডের কারণে নির্মাতারা বাদ দিতে বাধ্য হয়ে থাকেন। এই দৃশ্যগুলির অধিকাংশ জুড়েই চরিত্রদের মধ্যের অন্তরঙ্গ দৃশ্য বা যৌনতায় পরিপূর্ণ কিছু দৃশ্য থাকে।
(ads2)
‘উল্লু’, ‘প্রাইম শট’, ‘কোকু’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মগুলি মূলত যৌন দৃশ্য অবলম্বন করেই ওয়েব সিরিজ বানিয়ে থাকে। গত ১৯ এপ্রিল ‘উল্লু’-তে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘জরুরাত পালঙ্ক তোড়’ (Zaroorat Palank Tod)।
(ads1)
ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই এই সিরিজ নেট দুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এই সিরিজে প্রচুরসংখ্যক ঘনিষ্ঠ, বোল্ড ও হটনেসে ভরপুর দৃশ্য রয়েছে। শুধু এই ধরণের দৃশ্যই নয়, নতুন এই ওয়েব সিরিজে বিনোদনের সমস্তরকম উপাদান রয়েছে। এই ওয়েব সিরিজের চিত্রনাট্যে রয়েছে অ্যাকশন, সঙ্গে থ্রিলও। ‘উল্লু’-র (Ullu) সাবস্ক্রিপশন নেওয়া থাকলে তবেই দেখা যাবে এই সিরিজ।