একটা সময় দুজন দাপিয়ে অভিনয় করেন বড় পর্দায়, একদিকে দুষ্টু মিষ্টি নায়িকা ঋতুপর্ণা অন্যদিকে হ্যান্ডসাম প্রসেনজিৎ। ওদের বয়স বেড়েছে। বার্ধক্য ছুঁই ছুঁই, কিন্তু গ্ল্যামারের আস্তরণে বার্ধক্য উধাও।
দুজনেই টানটান সুন্দর ও গ্ল্যামারাস।সম্প্রতি,নন-ফিকশন গেম রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ র (Ismart Jodi) মঞ্চে এসে এই ‘প্রাক্তন’ জুটি মন জিতে নেয় দর্শকদের।
ঋতুপর্ণা সেনগুপ্তর ( Rituparna Sengupta) গোপন কথা অবশেষে ফাঁস করলেন বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। যেহেতু, এই দুজন বাংলা সিনেমা জগতের অন্যতম সেরা ও জনপ্রিয় জুটি, তাই উভয় উভয়ের অনেক সিক্রেট, অভ্যাস, বদ অভ্যাস, ইচ্ছে, অনিচ্ছে জানেন। সেরকমই একটি বদ অভ্যাসের গল্প ফাঁস করেন প্রসেনজিৎ।
প্রতি শনি-রবি স্টার জলসার পর্দায় রাত ৯.৩০’এ সম্প্রচারিত হয় এই নন-ফিকশন রিয়্যালিটি শো। জিৎ সঞ্চালিত এই শো এখন বেশ জনপ্রিয়। এই মঞ্চে অভিনেতা অভিনেত্রীরা আসেন এবং নানান গল্পে খেলায় জমে ওঠে এই শো। চলুন দেখে নিই প্রসেনজিৎ কি ফাঁস করলেন।