ভোজপুরি অভিনেতা-অভিনেত্রীদের অক্লান্ত পরিশ্রমের জেরে ভোজপুরি ইন্ডাস্ট্রি ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রির পেক্ষাপটে নতুন করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। উত্তরপ্রদেশ,বিহার,ঝাড়খন্ড অঞ্চলে ভোজপুরি ইন্ডাস্ট্রির সিনেমা মানেই হল হাউসফুল!
ভারতীয় প্রাদেশিক এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জুটি হলেন নিরাহুয়া এবং আম্রপালি দুবের জুটি। তবে ইন্ডাস্ট্রির সুপারহিট এই জুটি ছাড়াও অপর যে জুটির কেমিস্ট্রিকে নিদারুণ পছন্দ করে থাকেন দর্শকেরা তারা হলেন অঞ্জনা সিং এবং রবি কিষান।
অঞ্জনা সিং,এমন একজন ব্যক্তিত্ব যে অভিনেত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য পাগল দেশের যুবকেরা। সেই অভিনেত্রী এদিন তার উষ্ণ আবেদনে পরিপূর্ণ করে তুলেছেন এই মিউজিক ভিডিওটিকে।
ভাইরাল এই ভিডিওটিতে “লাগালে তু অঙ্গ সাজনা” নামে এক জনপ্রিয় ভোজপুরী গানে এই অভিনেতা-অভিনেত্রীদ্বয়কে নাচতে দেখা যাচ্ছে। বলাবাহুল্য,দর্শকদের নিদারুণ পছন্দ হয়েছে ভিডিওতে অঞ্জনা-রবি কিষান এর কেমিস্ট্রি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভোজপুরির ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় এই জুটির এক মিউজিক ভিডিও যেখানে ভেজা শরীরে একে অপরের সাথে অন্তরঙ্গ অবস্থায় ডুবে থাকতে দেখা গিয়েছে দুজনকে। কখনো শাড়িতে,কখনো শর্ট ড্রেসে আবার কখনো ভিজে ব্রালেট ও প্যান্ট পরিহিতা অঞ্জনা সিং এর শরীরে শরীর মিশে গিয়েছে রবি কিষানের।
“SRK MUSIC” নামক এক ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল এই ভিডিওটি ইতিমধ্যেই এক কোটির বেশি মানুষ দেখে ফেলেছে। সাথে ভিডিওটিকে পছন্দ করেছেন 15 হাজারের বেশি মানুষ। অভিনেত্রী অঞ্জনার ঘাম ঝরানো ফিগার এবং তাদের অন্তরঙ্গ রোমান্সের প্রশংসায় কমেন্ট বক্সে রয়েছে হাজারো কমেন্ট। ভাইরাল ভিডিওটি যে সর্বাঙ্গিকভাবে দর্শকদের মন জয় করতে সফল হয়েছে এব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।