টি মূলত ওয়েব সিরিজের দুনিয়া। মানুষ হলে কম যাচ্ছে, যেখানে হাতের মুঠোয় গোটা পৃথিবী, সেখানে মোবাইল ফোনটাই সব। অবসর সময় শান্তিতে নির্বিঘ্নে বসে সিনেমা দেখার মজাই কিছু আলাদা থাকে। সেরকমই, ওয়েব সিরিজের দুনিয়ায় আজকাল দর্শকরা চুটিয়ে ওয়েব সিরিজ দেখছে।
(ads1)
ওয়েব সিরিজের দুনিয়ায় মানুষ চুটিয়ে গরমা গরম সিরিজ উপভোগ করছেন। আজকাল হিন্দি ওয়েব সিরিজগুলো চরম গরম। প্রাপ্তবয়স্কদের জন্য সমস্ত সিরিজ তৈরি হচ্ছে।
(ads2)
একাধিক যৌন উস্কানিমূলক দৃশ্য, সাসপেন্স সিকোয়েন্স, এবং ডায়লগ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্বাদের সিরিজ। উল্লু, প্রাইম শটস, অল্ট বালাজী র মতন বিভিন্ন চ্যানেলে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে নতুন নতুন গরম ওয়েব সিরিজ।
(ads1)
আজকের ওয়েব সিরিজের নাম হল – সুরসুরি-লি (Sursuri-Li)। এটির পার্ট থ্রি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে দুটি পার্ট মুক্তি পেয়েছে যা বেশ জনপ্রিয় হয়েছে। এবার পালা তৃতীয় পার্ট এর। উল্লু প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এই সিরিজটি।