ওয়েব সিরিজের ফলে অনেক কলা-কুশলির পরিচয় পেয়েছে দর্শকদের কাছে। আবার এমন অনেকেই আছে যারা আগে থেকেই পরিচিত ছিলেন। তবে অ্যাডাল্ট ওয়েব সিরিজে এখন নায়িকাদের কদর সব থেকে বেশি। সেই তালিকায় আছে যেমন অভিনেত্রী শাফাক নাজ (Shafaq Naaz)। তিনি টেলিভিশনেও এর আগে প্রচুর কাজ করেছেন। তবে অ্যাডাল্ট সিরিজে তার অভিনয় চোখে পরার মতো। এই প্রতিবেদনে তারই তিনটি জবরদস্ত সিরিজের কথা আপনাদের বলবো।
(ads1)
১) Halala:
উল্লু অ্যাপের বিখ্যাত সিরিজ হালালা। গল্পতে নতুন বিবাহিত এক দম্পতির গল্প দেখানো হয়েছিল। রাহিল ও আফজা দুজনের মধ্যে ব্যাপক প্রেম ছিল। তবে ধীরে ধীরে তা শেষ হয়ে যায়। রাহিল একসময় তার বন্ধুকে বলে তার স্ত্রী আফজার সাথে হালালা করতে। যে কারণে তাদের বৈবাহিক জীবন ভালো হতে পারে। বেশ উষ্ণতায় পরিপূর্ণ এই সিরিজ অবশ্যই দেখুন।
২) The Last Show:
একটি সিনেমা হলে বম্ব ব্লাস্ট হয় ফলে প্রচুর মানুষ মারা যায়। এই সিরিজের ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরী হয়েছে। সেখানেই শাফাক নাজ অভিনয় করেছিলেন। সিরিজটি বেশ দর্শক মহলে আলোচিত হয়।
(ads2)
৩) Chitthi:
রবি আস্থানা নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে এই সিরিজের গল্প তৈরী করা হয়েছে। ২৫ বছর আগে লেখা তার কাছে একটি চিঠি আসে। তার প্রেমিকা আয়েশা সেই চিঠি লিখেছিলো যেখানে সে বলেছে রবির সন্তানের মা হতে চলেছে সে। কিন্তু রবি এই বিষয়ে কিছুই জানতো না। রবির ছেলের সাথে সোনিয়ার বিয়ে ঠিক হয়েছে। তবে একসময় রবি জানতে পারে যে সনিয়া তার প্রেমিকা আয়েশার মেয়ে। কি করবে সে? তা জানতে দেখুন কোকুর পর্দায় এই সিরিজটি।