কিছু বছর ধরে গোটা ভারতের মধ্যে সাউথ ফিল্মের (south film)ক্রেজ বৃদ্ধি পেতে দেখা দিচ্ছে। এমনকি বলিউড বা হিন্দি ফিল্মের দর্শকরা এখন বলিউডের (Bollywood)থেকে সাউথ ফিল্ম(South film) দেখতে বেশি পছন্দ করছে।
যার ফলে বলিউড ফিল্মের চিন্তা ক্রমশ বেড়েছে কারণ ধীরে ধীরে বলিউড (Bollywood)ফিল্মের ডিমান্ড কমে যেতে দেখা যাচ্ছে। এছাড়া চলতি বছরে RRR, KGF-২, পুষ্পা ইত্যাদি কিছু কিছু ফিল্ম মুক্তি পেয়েছে যেগুলি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করে বলিউডকে আরো বেশি পিছনে ফেলে দিয়েছে। অবশ্য এ বছর বলিউডের কাশ্মীর ফাইলস, ভুলভুলাইয়া-২ ইত্যাদি কিছু ফিল্ম রয়েছে যেগুলি ভালো পরিমানে জনপ্রিয়তা পেয়েছে,
(ads1)
কিন্তু তা সত্ত্বেও সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে রয়েছে। সম্প্রতি পাওয়া একটি রিপোর্ট থেকে জানা গেছে যে আগামী দিনে সাউথের আরো কয়েকটি সুপারহিট ফিল্ম রিলিজ হতে চলেছে যেগুলি দুর্দান্ত পরিমানে সফল হবে বলে অনুমান করা হচ্ছে এবং বলিউডের চিন্তা দ্বিগুন বাড়িয়ে তুলবে। আসুন এই আর্টিকেলে সাউথের আপকামিং ৮ টি সুপারহিট ফিল্মের বিষয় জেনেনি।
১) বিক্রান্ত রোণা: মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে অনুপ ভাণ্ডারী পরিচালিত ও কিচ্চা সুদীপ আর বলিউড অভিনেত্রী জ্যাকলিন অভিনীত অভিনীত ‘বিক্রান্ত রোণা’ এই ফিল্মটি ৯৫ কোটির বাজেটে তৈরি হয়েছে এবং এই ফিল্মটি মুক্তি পেতে চলেছে ২৮ শে জুলাই ২০২২। এই ফিল্মটি মুক্তির আগেই দর্শকরা এই ফিল্মটি নিয়ে যে পরিমান মেতে উঠেছে অনুমান করা হচ্ছে এই ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।
Vikrant rona
(ads2)
২) কোবরা: ‘অপরিচিত’ ফিল্মের নায়ক চিয়া বিক্রম ও KGF ফিল্মের শ্রীনিধি শেঠি আর ইরফান পাঠান অভিনীত এই ফিল্মটি ১১ আগস্ট ২০২২ শে মুক্তি পেতে চলেছে। কোবরা ফিল্মটি একটি বিগ বাজেটের প্যান ইন্ডিয়া ফিল্ম। এই ফিল্মে কাজ করার জন্য চিয়া বিক্রম ২৫ কোটি টাকা চার্জ করেছেন। এই ফিল্মে তাকে ২০ টি আলাদা আলাদা অবতারে দেখানো হয়েছে। এই ফিল্মটি পাবলিক থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছে আর তাই অনুমান করার হচ্ছে এই ফিল্মটি মুক্তি পাওয়ার পর দুর্দান্ত সফলতা অর্জন করবে।
৩) পনিয়ন সেলওয়ান: মনিরত্নম পরিচালিত ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন, বিক্রম, তৃষা কৃষ্ণন, কারথী অভিনীত এই ফিল্মটি ইন্ডিয়ার দ্বিতীয় সবচেয়ে হাই বাজেট ফিল্ম। এই ফিল্মটি ৩০ শে সেপ্টেম্বর ২০২২ শে মুক্তি পেতে চলেছে। এই ফিল্মটি দেখার জন্য দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছে। অনুমান করা হচ্ছে এই ফলম বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।
Ponniyin selvan
(ads1)
৪) আদি পুরুষ: ওম রাউত পরিচালিত ও বলিউড অভিনেত্রী কৃতি সেনন আর সাউথ অভিনেতা প্রভাস অভিনীত এই ফিল্মটির মোট বাজেট ৫০০-৬০০ কোটি টাকা। এই ফিল্মটি ১১ই জানুয়ারি ২০২২-এ মুক্তি পাবে। এই ফিল্মটি নিজে দর্শকরা চরম পরিমানে উৎসাহিত রয়েছে তাই অনুমান করা হচ্ছে ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।
Adi purush
৫) পুষ্পা দ্যা রুল: পুষ্পা দ্যা রাইজ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জনের পর ডিরেক্টর সুকমার এর দ্বিতীয় অংশের মুক্তি পাওয়ার কথা এনাউন্স করে দিয়েছিলেন। ২০২৩ শে পুস্পার দ্বিতীয় অংশ পুষ্পা দ্যা রুল ফিল্মটি মুক্তি পাবে। এই ফিল্মটিতে প্রথম অংশের মতো দ্বিতীয় অংশেও অভিনয় করতে দেখা যাবে আল্লু অর্জুন ও রশ্মিকাকে। ফিল্মের প্রথম অংশের সফলতা দেখে অনুমান করা হচ্ছে দ্বিতীয় অংশটিও ডদুর্দান্ত সফলতা অর্জন করবে বক্স অফিসে।
(ads2)
Pushpa : the rule
৬) প্রজেক্ট কে: ৪০০-৫০০ কোটি টাকার বাজেটে তৈরি প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও দিশা পাটানি অভিনীত এই ফিল্মটির বিষয় খুব বেশি ডিটেলস মেকার্সরা জানায়নি । শুধু এই ফিল্মের স্টার কাস্ট ও রিলিজ ইয়ার জানা গেছে। বলা হচ্ছে ফিল্মটি ২০২৩-এ মুক্তি পাবে। এখন এই ফিল্মের সুটিংয়ের কাজ চলছে। সম্প্রতি এই ফিল্মের শুটিংয়ের একটি সিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দর্শকরা এই ফিল্মটি দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছে। অনুমান করা হচ্ছে এই ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।
Project k
(ads1)
৭) জেলার: নেলসন দিলীপকুমার পরিচালিত ও রজনীকান্ত আর ঐশ্বর্য রায় বচ্চন অভিনিত এই ফিল্মটি কবে রিলিজ হবে এই বিষয় কোনো তথ্য জানা যায়নি। তবে এখন এই ফিল্মের শুটিংয়ের কাজ চলছে। এই ফিল্মটি একটি বিগ বাজেটের ফিল্ম ও অনুমান করা হচ্ছে এই ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।
Jailer
৮) সালার: প্রশান্ত নীল পরিচালিত ও প্রভাস অভিনিত এই ফিল্মটি ২০২৩ শে মুক্তি পাবে। এই ফিল্মটি প্রথমে বাজেট ছিল ২০০ কোটি কিন্তু ২০% বাজেট বৃদ্ধি পেয়েছে এবং ৪০ কোটি টাকা বাজেটে যুক্ত হয়েছে। এই ফিল্মটি পাবলিকের থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছে তাই অনুমান করা হচ্ছে এই ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে।