সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির (south film industry)একজন বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। এনার ভক্ত দেশের সাথে সাথে বিদেশেও ছড়িয়ে রয়েছে। ইনি নিজের কেরিয়ারে এক পর এক হিট ফিল্মে কাজ করেছেন। আল্লু অর্জুন ‘বিজেথা’ ফিল্মের মাধ্যমে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South film industry)আগমন ঘটিয়েছেন। মাঘধীরে, আরেয়া, ম্যা হু লাকি দ্যা রেসার, সন অফ সত্যমূর্তি, বাদরিনাথ, পারুগু, পুষ্পা ইত্যাদি। জানিয়ে দি যে আল্লু অর্জুনের লাস্ট ফিল্ম ‘পুষ্পা দ্যা রাইজ’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল।
(ads1)
এই ফিল্মটি বক্স অফিসে আয় ছিল প্রায় ৩৫০ কোটি টাকা। আর আল্লু অর্জুন এই ফিল্মে কাজ করার জন্য চার্জ করেছিলেন ৩৫ কোটি টাকা। সম্প্রতি তিনি তার আপকামিং ফিল্ম পুষ্পা দ্যা রুলের জন্য বেশ চর্চায় রয়েছে। এছাড়া জানিয়ে দি যে আল্লু অর্জুনের (Allu Arjun) নাম সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির হাইপেড অভিনেতাদের তালিকায় পরে এবং তিনি নিজের লাক্সারি লাইফস্টাইলের (luxary lifestyle) জন্য প্রায় আলোচনার বিষয় হয়ে থাকেন। আজ আমরা আমাদের আর্টিকেলে আল্লু অর্জুনের নেটওয়ার্থ (net worth)ও লাক্সারি লাইফস্টাইলের (luxary lifestyle) বিষয় বিস্তারিত জানাবো।
Allu Arjun
(ads2)
আছে নিজেস্ব জেট ও দামি গাড়ি
জানিয়ে দি যে অভিনেতা আল্লু অর্জুন দামি দামি গাড়ির খুব সৌখিন। তাই এনার কাছে রয়েছে ২.৫০ কোটি টাকার রোবার রেজ কার, ৮০ লাখ টাকার বিএমডাব্লু এক্স ৫, জাগুয়ার এক্সজে এল, অডি এ ৭ ইত্যাদি। এছাড়া কারের পাশাপাশি আল্লু অর্জুনের কাছে নিজেস্ব জেট প্লেনও রয়েছে। এর থেকে নিশ্চই আপনি বুঝেই গেছেন যে অভিনেতা আল্লু অর্জুন কতটা লাক্সারি জীবনযাপন করেন।
দেশের সবচেয়ে দামি ভ্যানিটি ভ্যান
এছাড়া আল্লু অর্জুন হহচ্ছেন ভারতের সবচেয়ে দামি ভ্যানিটি ভ্যানের মালিক। আল্লু অর্জুন এই ভ্যানিটি ভ্যানটি ২০১৯ সালে কিনেছিলেন। আর এই ভ্যানের নাম তিনি রেখেছিলেন ফ্যালকন। এই ভ্যানিটি ভ্যানটি বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরের দিক থেকেও ততটাই সুন্দর। এই ভ্যানিটি ভ্যানটাকে দেখার পর আপনি ভ্যান থেকে চোখ সরাতে পারবেন না এটি এতটাই সুন্দর। এছাড়া এই ভ্যানিটি ভ্যানটি বেশ পরিমানে জায়গা নিয়ে বিস্তৃত আর এটি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এছাড়া আলোর কোনো ঘাটতি যাতে না হয় সেজন্য ভ্যানিটিতে বসানো হয়েছে হাইটেক এলইডি লাইট। এই ভ্যানিটি ভ্যানের দাম সাত কোটি টাকা।
(ads1)
বিলাসবহুল বাড়ি
সম্প্রতি কিছুদিন আগে বেশ আলোচনার বিষয় হয়ে ছিল আল্লু অর্জুনের বাড়ি। আল্লু অর্জুনের এই বিলাসবহুল বাড়িটি রয়েছে হায়দ্রাবাদের পস এলাকার জুবলী হিলস এলাকায়। এই বাড়িটির মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এই বাড়িটি জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার আমির এবং হামিদা দ্বারা সজ্জিত। এখানে তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন।
(ads2)
নেটওয়ার্ট
মিডিয়া রিপোর্ট অনুযায়ী অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমান হলো ৩৫০ কোটি টাকা। আর আল্লু অর্জুনের বার্ষিক আয় বা নেটওয়ার্থ (Net worth) হলো ৩২ কোটির বেশি টাকা। আল্লু অর্জুনের হায়দ্রাবাদে একটি বিলাসবহুল বাড়ির পাশাপাশি রয়েছে একটি অফিস ও একটি নাইট ক্লাব রয়েছে। এটিকে ৮০০ জুবলী বলা হয়।